পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য ও শিবাশিস মৌলিক, কলকাতা: দুর্গাপুজো (Durga Pujo) এবার জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee)। আজও প্রভাবশালী তত্ত্বে ফের খারিজ হয়ে গেল জামিনের আবেদন। লোকটাকে বিচারের জন্য বাঁচিয়ে রাখা দরকার। উনি দেশ ছেড়ে পালাবেন না। জামিনের আবেদনে এমনটা সওয়াল করলেও তা খারিজ করে দেন বিচারক।


প্রভাবশালী তত্ত্বে বুধবার জামিন খারিজ হয়েছে অনুব্রত মণ্ডলের। একই কারণে জামিন না-মঞ্জুর হল পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও তুলল CBI।  নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ হয়ে গেছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC’র প্রাক্তন সচিব অশোক সাহা এবং প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহারও। 


দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন পার্থ


পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা থেকে অশোক সাহা- সবার দুর্গাপুজোই এবার জেলে কাটবে। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এবারের পুজোটা জেলের গরাদের পিছনে কাটাতে হলেও, আদালত থেকে বেরোনোর সময় সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।


১৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে CBI। তার আগে গ্রেফতার করা হয় SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও SSC’র প্রাক্তন সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহাকে। বুধবার আলিপুরে CBI’এর বিশেষ আদালতে শুনানিতে CBI’এর আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না। তিনি দাবি করেন, নিয়োগ তদন্তে আরও অনেক নথি ও প্রচুর তথ্য বেরিয়ে আসবে। 


বিচারের জন্য বাঁচিয়ে রাখা দরকার পার্থকে


কিন্তু, এদিন পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত বাকিদের নিজেদের হেফাজতে নেওয়ার বদলে জেল হেফাজতের আবেদন জানায় CBI। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আবেদন করেন, তিনি কোথাও পালিয়ে যাবেন না। যে বিষয়গুলো বলে জামিনের বিরোধিতা করা হচ্ছে, তা শিশুসূলভ। পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী নন, সাধারণ মানুষ। প্রভাবশালী হলে ইডির পর সিবিআই তাঁকে হেফাজতে নিতে পারত না। একজন মন্ত্রীর পক্ষে সবটা জানা সম্ভব হয় না। যেমন রেলদুর্ঘটনা হলে রেলমন্ত্রীকে গ্রেফতার করা হয় না। দুর্ঘটনা হলে পরিবহণমন্ত্রীকে গ্রেফতার করা হয় না।
পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ। অনেক ওষুধ খান। লোকটাকে বিচারের জন্য বাঁচিয়ে রাখা দরকার। উনি দেশ ছেড়ে পালাবেন না। দরকারে বাড়িতে রাখা হোক।                


আরও পড়ুন, ফের জেল হেফাজতে অনুব্রত, খোঁজ নিলেন পার্থরও


এদিন বাকিদের আইনজীবীরাও জামিনের আবেদন জানান। পাল্টা জামিনের বিরোধিতা করে সিবিআই’এর আইনজীবী বলেন, এরা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। অনেক প্রভাবশালী যুক্ত রয়েছেন। এই তদন্ত সময়সাপেক্ষ। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।  দু’পক্ষের সওয়াল শুনে সকলকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 


এদিন পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে গিয়ে জেরার জন্য CBI’এর তরফে আবেদন করা হলেও, পদ্ধতিগত ত্রুটির জন্য তা মঞ্জুর হয়নি। CBI-কে ফের আবেদন করার নির্দেশ দেন বিচারক। ৫ অক্টোবর অর্থাৎ দশমীর দিন ফের পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হবে।