সুমন ঘড়াই, কলকাতা: বাগুইআটির নির্মম জোড়া খুন কাণ্ডে ক্ষোভ প্রকাশ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সূত্রের খবর, এদিন নবান্নে আসার পরেই নিজের কক্ষে তিনি ডিজিকে ডাকেন। সেখানেই তিনি নির্দেশ দেন এই ঘটনার তদন্তভার সিআইডিকে দিতে হবে।
ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর:
বাগুইআটিতে জোড়া খুনকাণ্ডে চরম ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর (Chief Minister)। সূত্রের খবর, বিধাননগর কমিশনারেটের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 'কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন কী করছিল?' প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এমন প্রশ্নই করেন বলে সূত্রের খবর। তার আগে নবান্নে এসেই ডিজিকে ডেকে পাঠিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন তিনি। 'বাড়ির লোকজন বারবার যে অভিযোগ করছে সেটা কী সত্যি?' সূত্রের খবর, এই বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী।
ওসি সাসপেন্ড:
জোড়া খুন কাণ্ডে বাগুইআটি থানার আইসিকে সকালেই 'ক্লোজ' করা হয়েছিল। এরপরে দুপুরে তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিআইডির-হাতে তদন্তভার:
বুধবারই বাগুইআটি খুনের ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ (Firhad Hakim) বলেন, "পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল। পুলিশ যদি অন্য জায়গায় ছিল, দরকারে কথা বলা উচিত ছিল সিআইডি-র সঙ্গে। মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন। আইসি-কে ক্লোজ করা হয়েথে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে। এই দুঃখের সময় ওই পরিবারগুলির পাশে আছি আমরা।'
অভিযুক্তের বাড়িতে ভাঙচুর:
এদিন বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর আত্মীয়র বাড়িতে হামলা হয়। অভিযুক্তর আত্মীয়র বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
বিজেপির বিক্ষোভ:
বাগুইআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থীর খুনে তীব্র ক্ষোভ রয়েছে এলাকায়। এদিন বাগুইআটি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মীরা। বাগুইআটি থানার সামনে বিক্ষোভস্থলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি বিরোধী দলনেতার। এদিকে বিজেপির বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা। পাশাপাশি, থানার সামনেই মঞ্চ বেঁধে অবস্থানে বসেছেন বিজেপির নেতা-কর্মীরা। বাগুইআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুনের তদন্তভার গিয়েছে সিআইডি-র উপর। তারপরেও আইসিকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে যেকোনও মূল্যে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে হবে দেহ যেই মর্গে ছিল, তার আধিকারিককে। দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর।
আরও পড়ুন: ছোট ছোট ছেলে দু’টির এমন পরিণতি! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া পদক্ষেপের নির্দেশ ডিজিকে, জানালেন ফিরহাদ