মুম্বই: ২০২১ সালের শ্লীলতাহানির মামলায় জামিন পেলেন কমল আর খান (Kamaal R Khan), ওরফে কেআরকে (KRK)। তবে ট্যুইটকাণ্ডের মামলায় এখনও জেল থাকতে হবে তাঁকে। আজ ২০২০ সালে করা বিতর্কিত ট্যুইট ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলার শুনানি হতে পারে। 


২০২০ সালে ইরফান খান (Irrfan Khan) ও ঋষি কপূরকে (Rishi Kapoor) নিয়ে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে যুব সেনা সদস্য রাহুল কনল (Rahul Kanal) মালাড পুলিশ স্টেশনে কমল আর খানের নামে অভিযোগ দায়ের করেছিলেন। 


বিতর্কিত ট্যুইটের জন্যই বিশেষ খ্যাত কেআরকে। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত দুই অভিনেতা ইরফান ও ঋষি কপূরকে আক্রমণ করে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। ২০২০ সালেই এফআইআরও দায়ের হয় তাঁর বিরুদ্ধে। মামলাকারী যুব সেনা নেতা রাহুল কনল। আজ, ৩০ অগাস্ট তাঁকে বোরিভেলি আদালতে পেশ করা হবে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৪, ৫০০, ৫০১, ৫০৫, ৬৭, ৯৮ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে তাঁকে।


আরও পড়ুন: Radhika Apte Birthday: মুম্বইতে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন, অভিনয় ছেড়ে মা-বাবার কাছে ফিরে গিয়েছিলেন রাধিকা!


ইরফান খান প্রয়াত হন ২০২০ সালের ২৯ এপ্রিল, যার ২৪ ঘণ্টার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কপূর। আর সেই সময়েই তাঁদের অসুস্থতা নিয়ে বিতর্কিত ট্যুইট করেছিলেন কেআরকে। 


গত ৩০ অগাস্ট মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল কমল আর খানকে। বোরিভ্যালি ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।


যে মামলায় কমলের জামিন হয়েছে, তা ছিল একটি শ্লীলতাহানির মামলা। আইনজীবী যাদব যুক্তি দেখিয়েছেন, যে ঘটনার অভিযোগ করা হয়েছে কমলের বিরুদ্ধে, সেই ঘটনা ঘটার ১৮ মাস পরে ফাইল করা হয়েছিল এফআইআর। শুধু তাই নয়, অভিযোগকারিণী তাঁর বন্ধুর চাপে এই এফআইআর করান।


এক ২৭ বছর বয়সী যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কমলকে। সেই ঘটনায় জামিন পেয়েছেন কমল।


সম্প্রতি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করেন কমল আর খান। তিনি বলেন অনুষ্কার জন্যই নাকি তাঁর স্বামী, ক্রিকেটার বিরাট কোহলি 'অবসাদ'-এর শিকার।