অবির দত্ত, কলকাতা: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে বালু-বাকিবুর যোগ নিয়ে ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি।


ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য: ইডি সূত্রে খবর, মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই উঠে এসেছে একাধিক তথ্য। জানা গিয়েছে, দিনের পর দিন খাদ্য দফতরে জ্যোতিপ্রিয়র সঙ্গে বৈঠক করতেন বাকিবুর। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র মোবাইল ফোনেও বাকিবুরের সঙ্গে কথা হত। জ্যোতিপ্রিয়র নির্দেশেই রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন বাকিবুর। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে ED সূত্রে দাবি। সূত্রের খবর, রেকর্ড করা হবে সংশ্লিষ্ট রেশন ডিলারদের বয়ান। 


রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে। তার দিনকয়েক পর গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে খবর, শুধু কনভয়েতে থাকাই নয়, মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা এতটাই ছিল যে বেশ কিছু অনুষ্ঠানেও গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের। গতকাল ফের মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে উঠে এসেছে অমিত দে-র মোবাইল ফোন ব্যবহার করে বাকিবুরের সঙ্গে কথা হত মন্ত্রীর। 


রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে বাকিবুর রহমান গ্রেফতার করা হয়েছিল। তাতে জ্যোতিপ্রিয় মল্লিকে নাম উঠে আসে। ২০ ঘণ্টা ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর রেশন-দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick Arrest)। গত ২৭ অক্টোবর রাত ৩:২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। এদিকে আলিপুরের কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। হাসপাতালের আবেদনে সাড়া দিল না আদালত। ৮ নভেম্বর পর্যন্ত পিছোল মামলার শুনানি। ফলে আপাতত কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা করার ক্ষেত্রে কোনও বাধা নেই ED-র। কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার। এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদনে জানায় কমান্ড হাসপাতাল। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের দুটি দফতর তাদের  বিবাদ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে না। তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। সওয়াল ED-র। 


আরও পড়ুন: South 24 Parganas: আধপোড়া জামাকাপড় নিয়ে বিতর্ক, ত্রাণ বিলি না করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে সরব BJP