প্রদ্যোৎ সরকার, নাকাশিপাড়া: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটেছে সপ্তাহতিনেক আগে। কিন্তু ব্যালট বাক্স (Ballot Box Recovery) উদ্ধারের ধারায় ক্ষান্তি নেই। এদিন নদিয়ার (Nadia News) নাকাশিপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের উত্তর বহিরগাছির মধ্য পাড়ায় পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের দাবি নির্বাচনের দিনই সিপিএম-আশ্রিত দুষ্কৃতীরা ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দিয়েছিল। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম নেতৃত্ব।


কী করে নজরে এল ব্যালটবাক্স?
রবিবার দুপুরে ওই এলাকার একটি পুকুরে পাট জাঁক দিতে গিয়ে পুকুরের জলে দু'টি ব্যলট বাক্স পড়ে থাকতে দেখেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিন ৮০ নম্বর বুথে ছাপ্পা ভোট হয়েছিল। এর পরই দু'টি ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দেওয়া হয়। বাক্স না পাওয়ায় ওই আসনে পুনর্নির্বাচন করা হয়। কিন্তু স্থানীয়দের দাবি, সে দিনও এলাকাবাসী ভোট দিতে পারেনি। পুনরায় ওই এলাকায় ভোট গ্রহণ করা হোক। জানা গিয়েছে, ওই ব্যালট বাক্স দু'টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনের ভোটের। তৃণমূলের দাবি, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনের দিন সিপিএম-আশ্রিত দুষ্কৃতীরা ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দিয়েছিল। সেই কারণে তাঁরা পুনঃনির্বাচন চেয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিআএম নেতৃত্ব। তাদের দাবি,  নির্বাচনের দিনই ওই এলাকায় খুব ভাল ভোট হয়েছে। হার নিশ্চিত জেনে তৃণমূলের লোকজনই ব্যালট বাক্স লুট করেছিল। পুনঃনির্বাচনের দিন পুলিশের মদতে সন্ত্রাস সৃষ্টি করে বিরোধীদের ভোট দিতে দেওয়া হয়নি, আরও অভিযোগ তাদের।


বার বার একই ঘটনা...
এবছর পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর থেকেই ব্যালট উদ্ধার ঘিরে বার বার হইচই তৈরি হয়েছে। গত কালই যেমন মাছ ধরার জালে মেলে ব্যালট বাক্স। পুকুর থেকে মাছ ধরার জালে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ডালখোলায় চাঞ্চল্য ছড়ায়। করণদিঘি ব্লকের বেলুয়া গ্রামের ২৫ নম্বর বুথের ঘটনা। ভোটের দিন সেখানে গণ্ডগোল হয়েছিল বলে খবর। ওই দিন সেখানে ব্যালট বাক্স ছিনতাই হয়। এমনটাই জানান করণদিঘির বিডিও। তাঁর দাবি, ভোটের দিন ব্যালট বক্স ছিনতাইয়ের একটা ঘটনা তিনি প্রিসাইডিং অফিসারের মাধ্যমে জানতে পেরেছিলেন। সেই ব্যালট বাক্স কিন্তু খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সেখানে পুনরায় ভোট হয়। তার পরেই বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এরপর গত শুক্রবার মাছ ধরার জালে ওই ব্যালট বাক্স উদ্ধারের পর সোশাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়। তাতে নড়েচড়ে বসে পুলিশ। বিডিও-র নির্দেশে ডালখোলা থানার পুলিশ ব্যালট বাক্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত, এই ২৫ নম্বর বুথ-সহ গোটা করণদিঘি ব্লকের ৫ জায়গায় পুনরায় ভোট হয়েছিল। এর আগে পেটে, মাঠে, ড্রেনে ব্যালট-কাণ্ড দেখা গিয়েছিল। 
সেই তালিকায় নতুন সংযোজন নাকাশিপাড়ার আজকের ঘটনা।


আরও পড়ুন:বর্ষায় আবারও ডেঙ্গির প্রকোপ, এক শয্যায় দুই রোগী, ভিড় বাড়ছে জেলার হাসপাতালগুলিতেও