কলকাতা : ঝড়ের গতিতে এগোচ্ছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । বালিগঞ্জে (Ballygunge) পঞ্চম রাউন্ডের গণনা শেষে ৮ হাজার ৪৯৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী (TMC) বাবুল সুপ্রিয় । অন্যদিকে বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে ৪ নম্বরে বিজেপি ! উল্লেখযোগ্যভাবে, বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে ২ নম্বরে বাম প্রার্থী।
দিব্য খোশমেজাজে বাবুল
বিজেপি ছেড়ে তৃণমূলের হয়ে প্রথমবার ভোটের ময়দানে নেমেছেন বাবুল সুপ্রিয়। ভোটের দিন দিব্য খোশমেজাজে ছিলেন তিনি। কখনও গেয়েছিলেন গান, কখনও আবার শিঙ্গাড়া, খাস্তা কচুরি দিয়ে সেরেছিলেন জলযোগ। দিনভর খোশমেজাজে দেখা গিয়েছিল বালিগঞ্জের তৃণমূল প্রার্থীকে। তিনি যে ফলের বিষয়ে আত্মবিশ্বাসী, তার একটা ছাপ ছিলই ।
' আমি বিশ্বস্ত সৈনিক '
ফলাফলের দিন সকালে গণনার সূচনাতেই বাবুলের ঘোড়া দৌড়তে শুরু করে। প্রথম রাউন্ডের শেষেই ২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যান তিনি। তারপর লাফিয়ে লাফিয়ে বাড়ে তাঁর ব্যবধান। তখন আরও নিশ্চিন্ত শোনায় বাবুলকে। বলেন, আমি বিশ্বস্ত সৈনিক। আগের দলের হয়ে ২ গোল করলে এখন ১০ গোল করব।
বছর শুরুতেই তীব্র তাপদাহ! বাইরে বেরোলে হাঁসফাস অবস্থা৷ কিন্তু, শনিবার সকাল থেকে এসব কিছুই বিন্দুমাত্র ছাপ ফেলেনি বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর হাবেভাবে। কারণ প্রথম থেকেই আত্মবিশ্বাসী তিনি।
৯ মাস আগেই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে লড়ে হারতে হয়েছিল। এবার বালিগঞ্জে তৃণমূলের হয়ে লড়াই বাবুলের। ভোটের দিন বলেনছিলেন, মন্ত্রী থাকাকালীনও টালিগঞ্জ থেকে লড়েছি। আমি কি জানতাম না অরূপ বিশ্বাসকে হারানো মুশকিলই না নামুমকিন, তবু লড়াই করেছি !
- অন্যদিকে, সকাল সাড়ে ১০ টার খবর অনুসারে, বালিগঞ্জে -
- সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল পেয়েছে ২১হাজার ২১৩টি ভোট
- সপ্তম রাউন্ডের শেষে বিজেপি পেয়েছে ১ হাজার ৮৮১টি ভোট
- সপ্তম রাউন্ডের শেষে সিপিএম পেয়েছে ১২ হাজার ৬০০ টি ভোট
- সপ্তম রাউন্ডের শেষে কংগ্রেস পেয়েছে ৩ হাজার ২৬৭টি ভোট