কিভ: রুশ বাহিনী পিছু হটে গিয়েছে আগেই (Russia-Ukraine War)। কিন্তু যুদ্ধের ক্ষত দগদগে ইউক্রেনীয় রাজধানী জুড়ে (Kiev Massacre)। তার মধ্যেই মারাত্মক অভিযোগ রাশিয়ার। এখনও পর্যন্ত শুধুমাত্র কিভেই ৯০০-র বেশি দেহ উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। নিহতরা সকলেই সেখানে বসবাসকারী নিরীহ নাগরিক বলে জানানো হয়েছে। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় দেহগুলি উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে তারা। অস্থায়ী কবরস্থান থেকে থরে থরে দেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি তাদের।
রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ, থরে থরে সাজানো গণকবরে!
কিভ আঞ্চলিক পুলিশ বিভাগের প্রধান আন্দ্রি নেবিতভ জানিয়েছেন, রাস্তায় ফেলে রাখা হয়েছিল দেহগুলি। আবার অস্থায়ী কবরস্থানগুলি থেকেও প্রচুর মানুষের দেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৯৫ শতাংশই গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন আন্দি। রুশ সেনা এবং তাদের স্নাইপারের ছোড়া গুলিতেই ৯০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর দাবি সেখানকার পুলিশের।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আন্দ্রি বলেন, “এখনও পর্যন্ত আমরা যা বুঝেছি, তা হল, কিভ রাশিয়ার দখলে থাকাকালীন রাস্তায় ধরে ধরে খুন করা হয়েছে নিরীহ নাগরিকদের। নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গিয়েছে। আবারও বলছি, নিহতরা সকলেই নিরীহ নাগরিক। শান্তিপূর্ণ ভাবে বসবাস করছিলেন এলাকায়। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দেহগুলি।”
আরও পড়ুন: South Africa Flood: খাবার নেই, জল নেই, বন্যার ধাক্কায় বেসামাল দক্ষিণ আফ্রিকা
রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই যুদ্ধাপরাধের (War Crime) অভিযোগে সরব হয়েছে ইউক্রেন সরকার। কিভের বাইরে, বুচা শহরেই গণকবর থেকে ৩০০-র বেশি দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তারা। সেই নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে ধাক্কা খেয়েছে রাশিয়া। সেখান থেকে সদস্যপদ খোয়াতে হয়েছে তাদের। যদিও রাশিয়ার দাবি, মিথ্যা অভিযোগে কোণঠাসা করা হচ্ছে তাদের। সব পক্ষের বয়ান না শুনে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া কাম্য নয় বলে মত তাদের।
রাশিয়ায় পাল্টা হামলা ইউক্রেনের!
অন্য দিকে, কিভ ছেড়ে বেরিয়ে গেলেও, চোখরাঙানিতে যে তারা পিছু হটবে না, তা-ও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বের যে অংশে বরাবর নজর ছিল তাদের, সেখানেই আপাতত মনোসংযোগ করছে তারা। একই সঙ্গে রুশ দখলে থাকা এলাকায় ইউক্রেন বোমা বর্ষণ করেছে বলেও অভিযোগ মস্কোর। তাদের অভিযোগ, সীমান্ত সংলগ্ন ব্রিয়ানস্কে বোমা বর্ষণ করেছে ইউক্রেন। তাতে ১০০টি বাড়ি গুঁড়িয়ে গিয়েছে, সাত জন মারা গিয়েছেন বলে দাবি মস্কোর। সীমান্ত পেরিয়ে রুশ এলাকায় ইউক্রেনীয় হেলিকপ্টারও ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রাশিয়ার।