বালিগঞ্জ: বালিগঞ্জ (Ballygunge) সার্কুলার রোডে ভয়াবহ দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এবিপি আনন্দর হাতে। ছবিতে দেখা যাচ্ছে, কালো BMW-কে ধাক্কা মেরে মহিলাকে পিষে দেয় জাগুয়ার। বিকেল ৩টে ৪৯ মিনিটে নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল গাড়ি নিয়ে রবিবার জয় রাইডে বেরিয়েছিলেন বালিগঞ্জ সানি পার্কের বাসিন্দা সুযশ পরশরামপুরিয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি: গতকাল বালিগঞ্জে বিলাসবহুল গাড়ি পিষে দেয় পথচারী মহিলাকে, ধাক্কা আরও ২ গাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। চালককে গ্রেফতার করেছে পুলিশ।রবিবারের ফাঁকা রাস্তায় বিলাসবহুল গাড়ি নিয়ে জয় রাইড কিন্তু, বেপরোয়া আনন্দের ভয়ঙ্কর পরিণতি! বালিগঞ্জ সার্কুলার রোডে, বেপরোয়া গতির বলি নিরীহ এক মহিলা। রবিবার বিকেল, ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে ৪টে। AJC বোস রোড থেকে বালিগঞ্জ সার্কুলার রোড ধরে আসছিল, এই জাগুয়ার গাড়িটি।
তাঁরা জানিয়েছেন, ভীষণ স্পিডে আসা গাড়িটি, প্রথমে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে। তারপর, পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা, একটি কালো BMW-র সামনের দিকে সজোরে ধাক্কা মারে। সেই সময়, কালো গাড়িটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। দুটি গাড়ির মাঝে পড়ে যাওয়ায়, তাঁকে পিষে দেয় জাগুয়ারটি।
ঘটনাস্থলেই মৃত্যু হয়, পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা, ষষ্ঠী দাস (৪৪) নামে ওই মহিলার। ঘাতক গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে একাকার! দুর্ঘটনার তীব্রতায় বেরিয়ে এসেছে এয়ারব্যাগ। রাস্তায় স্পষ্ট স্কিড মার্ক, গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুযশ পরশরামপুরিয়া। বাড়ি বালিগঞ্জের সানি পার্ক এলাকায়। রবিবার বিকেলে, দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তায় বিলাসবহুল গাড়ি নিয়ে ফান রাইড। কীভাবে ট্রাফিকের তোয়াক্কা না করে এই স্পিড তুললেন চালক? উঠছে প্রশ্ন। ঘটনায় তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণও জানা যাবে। কিন্তু তাতে তো ফিরে আসবে না অকালে চলে যাওয়া প্রাণ।