মুন্না আগরওয়াল, বালুরঘাট: শুক্রবার গভীর রাতে বালুরঘাট (Balurghat) শহরের ডাকরা এলাকায় ১৩ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূলের (TMC) কাউন্সিলর অনুশ্রী মহন্তের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। চেষ্টা করা হয় বাড়ির ভাঙচুরের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে বালুরঘাট (Balurghat) শহরের চকভৃগু ডাকরা এলাকায়। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ ও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এনিয়ে শনিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কাউন্সিলর অনুশ্রী মহন্ত। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। 


জানা গিয়েছে, স্থানীয় একটি ক্লাবে পিকনিককে ঘিরেই ঝামেলা বাঁধে। প্রায় রোজ দিন রাতের বেলা পিকনিক চলে। গভীর রাত পর্যন্ত গান বাজনা বাজিয়ে চলে পিকনিক। যা নিয়ে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এনিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয় কাউন্সিলর অনুশ্রী মহন্ত ও তাঁর স্বামী প্রামীর দাস। এদিকে গতকাল রাতে পিকনিক চলাকালীন পুলিশ আসার ঘটনা ঘটে। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। পিকনিক বন্ধ করতে বলে পুলিশ। এদিকে পরিবার নিয়ে সকলে মিলে পিকনিক করছিল স্থানীয়রা বলেই তাঁদের দাবি। এদিকে তখনকার মত পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর পিকনিক চলাকালিন গভীর রাতে স্থানীয় কাউন্সিলর অনুশ্রী মহন্তের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর চালানো হয় বাড়ির একাংশে। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ৷ শনিবার এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত কাউন্সিলর। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শনিবার সকালেও ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে অভিযোগ ওঠা ক্লাব কর্তৃপক্ষ কাউন্সিলের তোলা অভিযোগ অস্বীকার করেছেন।


পথ দুর্ঘটনায় মৃত্যু পুরোহিতের


বেরোয়াভাবে টোটো চালানো নিয়ে বচসার জেরে, হাওড়ার শিবপুরে জুটমিল কর্মীকে খুনের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। মৃতের নাম অবোধকিশোর ওঝা।শনিবার সকালে  ঘটনাটি ঘটে বি গার্ডেন থানার অন্তর্গত ভড়পাড়া এলাকায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা ও চায়ের দোকানের মালিক সানি যাদবের সঙ্গে টোটো চালক মিলন থাপার বচসা হয়। সানি তাঁর দোকানের সামনে দিয়ে জোরে টোটো চালানোর প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই  মিলন তাঁকে দেখে নেবার হুমকি দেয়।


আরও পড়ুন: টানা হিমাঙ্কের কাছাকাছি দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা, তুষারপাতের প্রত্যাশায় পর্যটকরা