মুম্বই: বহু রিয়েলিটি শোয়ের মঞ্চে বিচারক হিসেবে দেখা গিয়েছে মালাইকা অরোরা খানকে। সম্প্রতি 'হিপ হপ ইন্ডিয়া' সিজন ২-এর (Hipo Hop India 2) বিচারক হিসেবেও মালাইকা অরোরাকে দেখা যাচ্ছে। আর এই শোয়ের প্রথম পর্বটি দেখানো হয় আমাজন প্রাইম ভিডিয়োতে। ১৪ মার্চ এই শোয়ের সম্প্রচার হয়। এই শো চলাকালীনই নাচের সময় এক ১৬ বছরের কিশোর মালাইকাকে (Malaika Arora) লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করেন, স্টেজ থেকে সরাসরি তাঁকে চোখ মারেন এবং উড়ন্ত চুমু উপহার দেন। আর এতেই বেজায় চটে ওঠেন মালাইকা, তারপর কী করে বসলেন তিনি ?

আর এই শোয়ের একটি ভিডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে 'হিপ হপ ইন্ডিয়া'র সিজন ২-র একজন প্রতিযোগী উত্তরপ্রদেশের নবীন শাহ অডিশন দিতে আসেন এবং তিনি নাচের সময় মালাইকাকে লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করেন। আর সেই কারণে কড়া পাঠ বুঝিয়ে দিতেও ছাড়েননি মালাইকা।

ভাইরাল ভিডিয়োতে মালাইকা অরোরাকে (Malaika Arora) বলতে শোনা যায় – আমাকে তোমার মায়ের ফোন নম্বর দাও। ও একটা ১৬ বছরের ছেলে মাত্র, আমার দিকে একেবারে সোজা তাকিয়ে নাচ করে গেল। আবার অশালীন ইঙ্গিত দেখাচ্ছে, আমার দিকে চুমু ছুঁড়ে দিচ্ছে। আর ভিডিয়োতে দেখা যায় মালাইকার এই ধমকে প্রতিযোগী ছেলেটির মুখে হাসি ভরে ওঠে। এই ভিডিয়োতে দেখা যায় অন্য প্রতিযোগীরাও বলছেন যে নবীনের এই ধরনের আচরণ করা উচিত হয়নি। মালাইকা অরোরার এই ধমক দেওয়াকে সকলেই সম্মতি জানিয়েছেন। তারা নবীন সম্পর্কে বলেন, 'ওকে বকেছে, ধমক দিয়েছে ঠিক করেছে। ওর কী এমন বয়স এসব করার, আর কার সামনে দাঁড়িয়ে করছে সেটা ভেবে দেখা উচিত ছিল'।

এর আগেও 'জারা নাচকে দিখা', 'ঝলক দিখলা যা' ইত্যাদি শোয়ের মঞ্চেও বিচারকের আসনে দেখা গিয়েছে মালাইকা অরোরাকে। তাছাড়া ২০১৯ সালে এমটিভির 'সুপারমডেল অফ দ্য ইয়ার' শোয়ের মঞ্চেও বিচারক হিসেবে মনোনীত ছিলেন মালাইকা অরোরা। ২০২০ সালে 'ইন্ডিয়াজ বেস্ট ডান্সার' রিয়েলিটি শোয়ে বিচারক ছিলেন তিনি। সম্প্রতি ছেলে আরহান খানের সঙ্গে একত্রে একটি রেস্তোরাঁও খুলেছেন মালাইকা অরোরা যার নাম 'স্কারলেট হাউজ'।

আরও পড়ুন: Amitabh Bachchan: অগাধ উপার্জন! সবচেয়ে বেশি আয়কর দিতে হচ্ছে অমিতাভ বচ্চনকে!