সমীরণ পাল, বনগাঁ: ফের ভুয়ো পাসপোর্ট থাকার অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করা হল গাড়ির চালক ও খালাসিকে। একটি ভুয়ো পাসপোর্ট নয়, বরং একসঙ্গে ৯টি অবৈধ পাসপোর্ট পাওয়া গিয়েছে গাড়ির চালকের কাছে, এমনটাই জানা গিয়েছে।
ভারত থেকে বাংলাদেশে গাড়ি নিয়ে যাওয়ার সময় নয়টি বাংলাদেশি পাসপোর্ট সহ লরি চালক ও খালাসিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল পেট্রাপোল সীমান্তের কাস্টমস। পুলিশ জানিয়েছে, চালকের নাম সঞ্জয় দালাই, খালাসী রাকেশ ঘোড়াই। তাঁরা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভারত থেকে বাংলাদেশে গাড়ি নিয়ে যাওয়ার সময় রুটিন চেকিংয়ের কাস্টমস গাড়িটি থেকে নয়টি বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার করে। রবিবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল সীমান্তে পণ্যবাহী ট্রাকে রুটিন চেকিং করছিল বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটালিয়ন।
চালক ও খালাসি বাংলাদেশি পাসপোর্ট রাখার সদুত্তর দিতে পারেননি। চেকিংয়ের সময় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ওই ট্রাক চালকের কেবিন থেকে ওই পাসপোর্টগুলি উদ্ধার করে।
এরপরই তাঁদের আটক করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় কাস্টমস। বাংলাদেশের পাসপোর্টগুলি ধৃতদের কাছে কীভাবে আসল তা খতিয়ে দেখছে পুলিশ। কী উদ্দেশ্যে সেগুলি বাংলাদেশের নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
এদিকে করোনাভাইরাসের জেরে ভারত-বাংলাদেশ সীমান্তের যাতায়াত ১৫ অগাস্ট পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের তরফে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে প্রথম দফায় স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।
ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছিল এর আগে। আজই সীমান্ত বন্ধের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে যেহেতু দুই দেশেই করোনা ভাইরাস কমে যায়নি, তাই এবার নতুন করে সীমান্ত বন্ধের মেয়াদ ফের পাঁচ দিন বাড়ানো হল।