বাংলাদেশি জঙ্গিরা কি এপারে ঢুকতে শুরু করে দিয়েছে? বড়সড় নাশকতার ছক কষছে তারা? এই আশঙ্কার মধ্য়েই বাংলাদেশে হিন্দু নিপীড়ন যখন অব্য়াহত, তখন ভয়ের পরিবেশের মধ্য়েও সাহসিকতার মূর্ত প্রতীক হিসাবে উজ্জ্বল সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ভয়ের দেশে, হিন্দুদের আশার আলো তিনি। আদালতেই তাঁর উপর চড়াও হয়েছিলেন একই পেশায় থাকা মানুষরা, এমনকী জুনিয়ররাও। আহত হয়েছেন। এসেছেন ভারতে চিকিৎসা করাতে। তাবলে প্রাণভয়ে বাংলাদেশে ফিরবেন না , একথাও ভাবতে পারেন না। কঠিন এই পরিস্থিতিতে বারবার হুমকি পাওয়া সত্ত্বেও তিনি বদ্ধপরিকর, তিনি লড়বেন। চিন্ময়কৃষ্ণের হয়ে লড়বেন। বিচার চাইবেন। এ দেশে এসে কথা হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও।
বয়স ৭০ পেরিয়েছে। কিন্তু, অদম্য জেদ তাঁর। বাংলাদেশে যখন একেবারে কোনঠাসা সংখ্যালঘুরা, যখন প্রায় প্রত্যেকদিন আক্রমণ, নির্যাতন এমনকী প্রাণ দিতে হচ্ছে হিন্দুদের, তখন ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে লড়ে চলেছেন ৭৪ বছর বয়সি রবীন্দ্র ঘোষ। আদালতে বারবার হেনস্থার মুখে পড়েও, লড়াইয়ের ময়দান থেকে কোনওভাবে সরে আসতে চান না একদা মুক্তিযোদ্ধা। প্রস্তুতি নিচ্ছেন ২ জানুয়ারির শুনানির জন্য।
হাঁটুর সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছেন। তার চিকিৎসা করতেই সস্ত্রীক ভারতে এসেছেন। বৃহস্পতিবার কল্যাণী এইমসে এসে ডাক্তার দেখান তিনি। তাঁকে সাহায্য করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর এদিনই তাঁর সঙ্গে কথা হয় বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তাঁকে রবীন্দ্র ঘোষ জানান, এক সময় অটলবিহারী বাজপেয়ির সঙ্গে সাক্ষাতের কথা। জানালেন অটলবিহারী বাজপেয়ী ছিলেন অনুপ্রেরণা। 'তখন তো ছিলেন অটলজি। অটলজির সঙ্গে দেখা করেছিলাম। উনি যখন সরকারে ছিলেন। তখন উনি তো প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। তো উনি বলেছিলেন, আমরা ক্ষমতায় আসলে এটা করব। এখন তো হচ্ছেই। যাইহোক, এটা একটা অনুপ্রেরণা এবং আমরা এটা চালিয়ে নিয়ে যেতে চাই।'
তিনি স্পষ্টতই জানিয়ে দেন, তাঁকে বাংলাদেশ ফিরতেই হবে। লড়াইয়ের ময়দান তিনি ছাড়ছেন না। 'আমরা প্রত্যেক লোকের জন্য মানবাধিকারের জন্য লড়াই করি। কেউ ছোট, কেউ বড় নয়। সবাই সমান। আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও কিছু হয়েছে (হিন্দুদের উপর অত্যাচার)। এখন বেড়েছে।'
গত মঙ্গলবার রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেছিলেন, ভারত সেবাশ্রমের বেলডাঙা শাখার প্রধান, কার্তিক মহারাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।