কলকাতা : ওপারের অশান্তি, এপারের প্রতিবাদ। সোমের পর মঙ্গল। মঙ্গলের পর বুধ। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে প্রতিবাদের আগুনের আঁচ। বাংলাদেশে দীপু দাস হত্যা ও হিন্দুদের উপর চরম অত্যাচারের প্রতিবাদে প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠছে মহানগর। উত্তাপ ছড়িয়েছে জেলায় জেলায়ও।  বুধবার বেলা গড়াতেই পরিকল্পনা মতো হাওড়া সদর বিজেপির প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। হাওড়ার গোলমোহর থেকে মিছিল শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই মিছিল  হাওড়া ব্রিজের দিকে আসতেই বাধা দেয় পুলিশ। এর জেরে ব্রিজে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া ব্রিজে। শ্লথ হয়ে পড়ে গাড়ির গতি।    সীমান্তেও প্রতিবাদ

Continues below advertisement

শুধু হাওড়াতেই নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে অশান্তির আঁচ। বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে বুধবার সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সনাতনী ঐক্য পরিষদ। পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে বিক্ষোভ দেখান সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। মালদার মনোহরপুরে মুচিয়া সীমান্তও সনাতনীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে । হাতে খোল করতাল আর মুখে প্রতিবাদী স্লোগান, এগিয়ে চলেন প্রতিবাদীরা।                    

১৯ জনকে গ্রেফতার মঙ্গলবারের ঘটনায়

Continues below advertisement

অন্যদিকে মঙ্গলবারও বাংলাদেশে হিন্দু যুবককে খুন ও তারপর তারপর দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে এ রাজ্যেও। মঙ্গলবার বঙ্গীয় হিন্দু জাগরণের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার বেকবাগান।  পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। রক্তাক্ত হন কয়েকজন বিক্ষোভকারী। সেই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বুধবারই তাঁদের তোলার কথা আলিপুর আদালতে।                    

হিন্দুদের উপর ত্রাসের রাজ চলছেই 

এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থেমেও থামছে না। বাংলাদেশে ফের আক্রান্ত হয়েছেন হিন্দুরা।  ভিডিও পোস্ট করে লিখেছেন তসলিমা নাসরিন। তিনি চট্টগ্রামের রাউজানে বর্বর মুসলিমরা হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিওটি দেন। বাইরে থেকে দরজায় তালা দিয়ে কীভাবে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করা হয়েছে , তা নিয়ে লিখেছেন সাহিত্যিক। কোনওক্রমে প্রাণ রক্ষা করে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন হিন্দুরা, কোন আশায় আর তাঁরা আবার নতুন করে তাঁদের বাড়িঘর তৈরি করবে? প্রশ্ন তুলেছেন তসলিমা। বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের কাছে তাঁর প্রশ্ন.  হিন্দু-বিদ্বেষী মুসলিমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি তারা? 'উনি কি হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? নাকি বিদেশে ছড়ায়নি বলে অবহেলা করবেন?'ইউনূস সরকারকে নিশানা করে আক্রমণ করেছেন তসলিমা নাসরিন।