কলকাতা: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! গ্রেফতার পুলিশের প্রাক্তন SI. ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ  করতেনএক বছর আগে অবসর নিয়েছেন আব্দুল হাই। গতকাল উত্তর ২৪ পরগনা জুড়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই তল্লাশিতে ধরা পড়ে আব্দুল হাই।

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ! 

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষ। পুলিশ সূত্রে খবর,'ইতালিতে থাকাকালীন বাংলাদেশে যোগাযোগ ধীরেনের। ইতালিতে রেস্তোরাঁয় চাকরি করত ধৃত ধীরেন ঘোষ। ইতালির রেস্তোরাঁয় কয়েকজন বাংলাদেশির সঙ্গে ধীরেনের পরিচয়। ইতালি থেকে কেউ বাংলাদেশ যেতে চাইলে সাহায্য় করত ধীরেন। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ধীরেনের। ভিসারও ব্যবস্থা করে দিত ধৃত ধীরেন ঘোষ। ২০১৭ সালে ভারতে ফিরে মনোজ ও সমরেশের সঙ্গে ধীরেনের পরিচয়। মনোজ ও সমরেশের সঙ্গে পরিচয়ের পরই এজেন্ট হিসেবে কাজ শুরু ধীরেনের।'

পাসপোর্ট জালিয়াতির চাঁইকে অবিলম্বে গ্রেফতারের দাবি

গতকাল পাসপোর্ট জালিয়াতির বিরুদ্ধে আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে চলেছিল কংগ্রেসের বিক্ষোভ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে চলেছিল বিক্ষোভ। বিক্ষোভ দেখিয়েছিল দক্ষিণ কলকাতা জেলা এবং দক্ষিণ ২৪ পরগনা(১) জেলার সদস্যরা। পাসপোর্ট জালিয়াতির চাঁইকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছিল তাঁরা। মানুষের যাতে হয়রানি না হয় সেবিষয়ে খেয়াল রাখতে হবে কেন্দ্রীয় এবং রাজ্য় সরকারকেও দাবি জানিয়েছিল কংগ্রেস।

জাল পাসপোর্ট নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ

ইতিমধ্যেই জাল পাসপোর্ট নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ। প্রকাশ্যে এসেছে, ভেরিফিকেশনের সময় পুলিশি গাফিলতির একাধিক উদাহরণ। এই পরিস্থিতিতে পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশি ভূমিকায় বদল আনছে কলকাতা পুলিশ। অপরদিকে,  বাংলায় পরপর জালে জঙ্গি, BSF-কে নিশানা মমতা, অভিষেকের। 'এখানে গুন্ডা পাঠাচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে। এটা BSF-র ভিতরের কাজ, কেন্দ্রের ব্লুপ্রিন্ট আছে', অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনামের চেষ্টা, আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF। বাংলার পুলিশ সহযোগিতা না করলে কোনও জঙ্গি ধরা পড়ত না। বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢুকিয়েছিল BSF', অনুপ্রবেশ নিয়ে BSF-কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন, প্রথমে অপহরণ, গভীর রাতে যেভাবে পাওয়া গিয়েছিল ময়নার BJP নেতাকে ! অবশেষে পুণেতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)