সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) পঞ্চম টেস্ট আয়োজিত হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। প্রথম দিনে ব্যাটিং করতে নেমে ১৮৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় শিবির। এমনকী শুক্রবার দিনের শেষ বলে খাওয়াজার উইকেট হারিয়েছিল অজি শিবির। অর্থাৎ ম্য়াচের প্রথম দিনেই ১১ উইকেটের পতন। এরপরই সিডনির পিচ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। এই সিডনির মাঠ হাতের তালুর মত চেনেন প্রাক্তন অজি পেসার গ্লেন ম্য়াকগ্রা। তিনিও অবাক হয়ে গিয়েছেন এই পিচের প্রকৃতি দেখে।


সম্প্রচারকীর চ্যানেলে সাক্ষাৎকারে ম্য়াকগ্রা বলেন, ''আমি এই মাঠে ১৪ বছর খেলেছি। কিন্তু এত ঘাস কোনওদিন দেখতে পাইনি পিচে। এমনটা প্রথমবার সিডনির পিচে দেখার। ১৮৫ রানও এই পিচে বেশ ভাল। আমি জসপ্রীত বুমরাকে দেখার জন্য মুখিয়ে আছি। এই পিচে ও কেমন পারফর্ম করে, তা ম্য়াচের ভাগ্য তৈরি করে দিতে পারে। অবশ্যই এই ধরণের পিচ ব্যাটারদের জন্য সহজ হবে না।''


সিরিজে কারা জিতবে? ম্য়াকগ্রা বলছেন, ''আমি অবশ্যই চাইব অস্ট্রেলিয়া জিতুক। বর্ডার গাওস্কর ট্রফি জেতা উচিৎ অস্ট্রেলিয়ার। দীর্ঘ ১০ বছরে তা আমাদের ভাগ্যে নেই। কিন্তু ভারতীয় বোলারদের থেকে সতর্ক থাকতে হবে অজি শিবিরকে। বুমরা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দুর্দান্ত বোলিং করছে।''


শুক্রবার ভারতের ইনিংস ১৮৫ রানে শেষ হয়ে যায়। বিরাট ১৭, পন্থ ৪০, জাডেজা ২৬ রানের ইনিংস খেলেন। খাওয়াজা শুক্রবার শেষ বলে আউট হয়েছিলেন। এদিন লাবুশেনকে সঙ্গে নিয়ে ক্রিজে আসেন স্য়াম কনসটাস। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। এরমধ্যেই বিরাট, বুমরাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন কনসটাস। শনিবার সকালেও অজি শিবিরে প্রথম আঘাত হানেন সেই বুমরাই। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা লাবুশেনকে ফিরিয়ে দেন দ্রুত। ২ রান করে ফেরেন লাবুশেন। জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে ২৩ রান করে সিরাজের বলে ফিরে যান কনসটাস। একটি বাউন্ডারি হাঁকালেও ৪ রানেই শেষ হয়ে এই ইনিংসে ট্রাভিস হেডের পথ চলা। তাঁকেও ফেরান সিরাজ। এরপর নবাগত ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন গত দুটো টেস্টে টানা শতরান হাঁকানো স্টিভ স্মিথ। ক্রমেই নিজের টেস্ট কেরিয়ারে ১০ হাজার রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু পাঁচ রান দূরেই থামকে হয় তাঁকেও। ৩৩ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হয়ে প্যাভিলিয়ন ফেরেন প্রাক্তন অজি অধিনায়ক।