কলকাতা: চট্টগ্রাম জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। বাংলাদেশে হিন্দু ও  সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, অকথ্য নির্যাতন। নতুন বছরে যেন তার অবসান ঘটে। বছর শেষের দিন বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে ইসকনের কলকাতা (ISKCON Kolkata) শাখা। বেলা ১২টায় অ্যালবার্ট রোডে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। 


বিশেষ প্রার্থনা সভার আয়োজন ইস্কনে: একমাসের বেশি সময় ধরে চট্টগ্রামের জেলে বন্দি সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। উদ্বেগ বাড়াচ্ছে তাঁর শারীরিক অবস্থা। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু-হিন্দুদের উপর নির্যাতন থামছেই না। এই প্রেক্ষাপটে বছরের শেষ দিনে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করল ইসকনের কলকাতা শাখা। গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ইউনূস সরকার। সেই থেকে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। তাঁর আইনজীবীদের উপর হামলা, হুমকি, হুঁশিয়ারির অভিযোগও উঠেছে। আইনি জটে বারবার পিছিয়েছে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন-মামলার শুনানি। মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। তার আগে উদ্বেগ বাড়াচ্ছে সন্ন্যাসীর শারীরিক অবস্থা।


এই আবহে এবার ইউনূস সরকারকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার আবেদন জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, "শরীর খুব খারাপ, চিন্তায় আছি। একটা মেডিক্যাল বুলেটিন প্রকাশ করুক ইউনূস সরকার।'' সন্ন্যাসীর মুক্তির দাবি  ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অবসান চেয়ে রবিবার বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে ইসকনের কলকাতা শাখা। পোস্টার হাতে প্রার্থনায় যোগ দেন কয়েকশো ভক্ত।


এদিকে মাঝরাতে কুমিল্লার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ৫০টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র ‘ঢাকা ট্রিবিউন’ সূত্রে খবর মিলেছে। কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে সংখ্যালঘুদেরও দোকান রয়েছে। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ আগুন লাগে। দমকলের দাবি, মিষ্টির দোকানের স্টোভ থেকে আগুন ছড়ায়। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় বাজারের একের পর এক দোকান। দমকলের ৬টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টা পর রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।                                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Dumdum Clash News: অফিস ফেরত দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ, দমদমের ঘটনায় গ্রেফতার চার