Kerala Judicial Exam: কথায় বলে, পরিশ্রমের ফল দেরিতে হলেও মেলে। একইভাবে জীবনে কঠিন পরিশ্রম আর অধ্যবসায়, নিষ্ঠার জোরে সাফল্য এসেছে এই ব্যক্তির। তাঁর নাম ইয়াসিন শান মহম্মদ। তাঁর জীবনের কাহিনি (Success Story) অনুপ্রেরণা জোগাবে। ২০২৪ সালের কেরালার জুডিসিয়াল পরীক্ষায় (Kerala Judicial Exam) দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। কেরালার একটি প্রত্যন্ত গ্রামে বড় হয়ে ওঠা ইয়াসিন একসময় ডেলিভারি বয়ের কাজ করতেন আর আজ তিনি বিচারপতির আসনে, কীভাবে এল এই সাফল্য ?
কেরালার পাল্লাক্কাদ জেলায় জন্ম ও বেড়ে ওঠা ইয়াসিন শান মহম্মদের। তাঁর মা ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়েই স্কুল ছেড়ে দিয়েছিলেন এবং মাত্র ১৪ বছর বয়সে তাঁর বিবাহ হয়েছিল। যদিও সেই বিবাহ টেকেনি, ১৯ বছর বয়সে বিচ্ছেদ ঘটে তাঁর। তাঁর মায়ের যখন ১৫ বছর বয়স তখনই ইয়াসিনের জন্ম হয়। ইয়াসিন তাঁর বাবার সঙ্গে কখনও দেখা করেননি। তাঁর মা নিজেই ইয়াসিন ও তাঁর দিদার দায়িত্ব নিয়েছিলেন। নিজে তিনি দিনমজুর হিসেবে কাজ করেছেন, পরে আশা কর্মী হিসেবে তিনি কাজ করেছেন।
তাঁর পরিবার রাজ্য সরকারের একটি আবাসন প্রকল্পের অধীনে একটি বাড়ি পেয়েছিল। পরিবারে অর্থাভাব ছিল, ইয়াসিনকে পুরনো কাপড় পরতে হত, বই কেনার সামর্থ্য ছিল না। কিন্তু পড়াশোনা করার প্রবল ইচ্ছে ছিল তাঁর যার জন্য ইয়াসিন নিজের পড়াশোনা করার জন্যই শৈশবকাল থেকেই সংবাদপত্র দেওয়া, বাড়ি বাড়ি দুধ দেওয়ার কাজ করেছেন। স্কুলের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণের দায়িত্বও নেন তিনি, নিজে শ্রমিকের কাজও করেছেন তিনি।
ইয়াসিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দ্বাদশ পাশ করার পর ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করেন এবং তারপর এক বছর চাকরি করেন। ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন তিনি, কেরালায় তিনি এরপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক উত্তীর্ণ হন। এরপরে তিনি আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। ইয়াসিন রাজ্যের আইন প্রবেশিকা পরীক্ষায় ৪৬তম স্থান অর্জন করেন এবং এর্নাকুলামে একটি আইন কলেজে ভর্তি হন। এখান থেকেই তিনি এলএলবি করেন, এই সময় তিনি শিশুদের পড়াতেন।
সহকর্মীরা উৎসাহ দেন
২০২৩ সালে আইনজীবী হিসেবে তিনি রেজিস্ট্রেশন করেন। আদালতের সিনিয়র আইনজীবীর অধীনে কাজ করার সময় তাঁর দুই সহকর্মী জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তাঁর সহকর্মী এবং সিনিয়ররাও ইয়াসিনকে পরীক্ষা দিতে উদ্বুদ্ধ করেন। আর সেভাবেই তিনি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।
দ্বিতীয় প্রচেষ্টাতেই সাফল্য
আইনের শিক্ষার্থীদের পড়াতেন ইয়াসিন মহম্মদ, আর এই পড়ানোর জন্য তাঁর প্রস্তুতিতেও অনেক উপকার হয়েছে। ইয়াসিন কেরালার জুডিসিয়াল সার্ভিসেস পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন।
আরও পড়ুন: Success Story: মা ক্যানসারে আক্রান্ত, প্রস্তুতি থামেনি; ৬ বার ব্যর্থ হয়েও কীভাবে সফল IAS পল্লবী ?
Education Loan Information:
Calculate Education Loan EMI