রানা দাস, পূর্ব বর্ধমান: জেলায় জেলায় যেন ভোটার তালিকায় ভূতের উপদ্রব বেড়েই চলেছে দিন কে দিন। দিনরাত এক করে হন্যে হয়ে ভূত খুঁজছে শাসক বিরোধী দু'পক্ষই। এবার পূর্ব বর্ধমানে তেমনই এক 'ভূতের খোঁজ পেলেন' তৃণমূল নেতা।
ঠিক কী হয়েছে?
বাংলাদেশের বাসিন্দা ভৃগুরাম দাস। শুধু এ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকাই নয়, তাঁর রেশন কার্ডও রয়েছে। এভাবেই বাংলাদেশ থেকে আসা বহু মানুষের নাম ঢোকানো হয়েছে ভোটার তালিকায়। এই অভিযোগ তুলে সরব হয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিধায়ক জানিয়েছেন, বাংলাদেশের বাসিন্দার রেশন কার্ডের বিষয়টি তিনি খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে জানাবেন। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অন্যদিকে, পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জালে আরও এক। শিয়ালদা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃত ত্রিদীপ মণ্ডল বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জানুয়ারিতে ৩ জনকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেট। পুলিশ জানিয়েছে, এই ৩ জনের এজেন্ট হিসেবে কাজ করতেন ত্রিদীপ। এই চক্র নকল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হত, খবর পুলিশ সূত্রে।
এদিকে ভূতুড়ে ভোটার নিয়ে বিতর্ক চলছেই। জেলায় জেলায় খোঁজ মিলছে ভূতুড়ে ভোটারের। এবার সেই তালিকায় যোগ হল আরামবাগ। সেখানেও মিলল ভূতুড়ে ভোটারের হদিশ। স্থানীয়দের দাবি, তালিকায় এই এলাকা থেকে এমন বেশ কিছু ভোটারের নাম রয়েছে, যাদের কোনও অস্তিত্বই নেই। আরাণ্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতমাসা এলাকায় ১০ জন ভূতুড়ে ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
অন্যদিকে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২০ নম্বর বুথে, ভূতুড়ে ভোটার ধরার দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। বাস্তবে তেনারা আছেন কিনা জানা নেই, তবে রাজনীতির ময়দানে তারাই এখন হট টপিক। ভূতের খোঁজে হন্যে হয়ে ঘুরছে তৃণমূল-বিজেপি দু'পক্ষই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে