কলকাতা: ভারতের ওয়ান ডে ক্রিকেটে বিশ্বজয়ের রাত। ২ এপ্রিল, ২০১১। গোটা দেশকে উৎসবের মঞ্চ উপহার দিয়েছিল ভারতীয় দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দুরন্ত ৯৭ রান করে। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল গৌতির। আর সেই ভিতের ওপর দাঁড়িয়ে জয়ের ইমারত সাজিয়েছিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। অপরাজিত ৯১ রান করায় যিনি ম্যাচের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন।
যদিও ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করার অন্যতম দুই নায়কের মধ্যে খুব একটা সুসম্পর্ক বলে শোনা যায় না। বরং দুজনের সম্পর্কের শীতলতা নিয়ে প্রচুর চর্চা। জল্পনার শেষ নেই।
তবে ফের কাছাকাছি দেখা গেল ধোনি ও গম্ভীরকে। শুধু কাছাকাছি দেখা গেল বললেও কম বলা হয়, বলা উচিত এক ফ্রেমে দেখা গেল ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেবককে। উপলক্ষ্য? ভারতের দলের উইকেটকিপার ঋষভ পন্থের বোনের বিয়ে। মুসৌরিতে যে অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেল ধোনি ও গৌতিকে। একসঙ্গে ছবিও তুললেন দুই মহাতারকা।
আরও পড়ুন: আইপিএলের আগেই বিরাট সুখবর কেকেআর শিবিরে, ফিট দ্রুততম বোলার, চিন্তা বাড়ল প্রতিপক্ষদের!
ভারতীয় ক্রিকেট দলের হাল হকিকত জানেন, এমন অনেকেই বলেন, ভারত ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর যেভাবে ধোনির উইনিং ছক্কাকে গৌরবের প্রতীক করে তোলা হয়েছিল, তা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে ফাইনালে ভারতের সর্বোচ্চ স্কোরার গৌতির। এমনকী, গম্ভীর একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে এ-ও জানিয়েছেন যে, ধোনির একটা ছক্কা ভারতকে ম্যাচ জেতায়নি। বরং বিশ্বচ্যাম্পিয়ন করেছিল সকলের সম্মিলিত প্রয়াস। যদিও ধোনির অনুরাগীরা কোনওদিনই সে সবে আমল দেননি। স্পষ্ট জানিয়েছিলেন, গম্ভীরের ইনিংস কাজেই দিত না, যদি না ফিনিশার ধোনির মুন্সিয়ানা শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বোলারদের সামনে দেওয়াল তুলে দিত।
যদিও দুই তারকাকে ফের কাছাকাছি দেখে উচ্ছ্বসিত ভক্তরা। পন্থের বোন ও তাঁর স্বামীর সঙ্গে হাসিমুখে একসঙ্গে ছবির পোজ দেন ধোনি ও গৌতি। অনুষ্ঠানে ধোনি নেচেছেন, গান গেয়েছেন। যার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছেন ভারতীয় দলের কোচ গম্ভীর। আর আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ধোনি।
আরও পড়ুন: ইডেনে উইকেট পুজো করে প্রস্তুতি শুরু নাইটদের, প্র্যাক্টিসে চমক রাসেল-রাহানের