কলকাতা: জাল নথি দিয়ে বানানো আসল ভারতীয় পাসপোর্ট। কলকাতায় পর্দাফাঁস হয়েছে এমনই জালিয়াতি চক্রের। বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে হিন্দুরা যখন এপারে পালিয়ে আসছে, তখন এই চক্র উদ্বেগ বাড়াচ্ছে অনেকের। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, এত জাল নথি পুলিশ ভেরিফিকেশনে ধরা পড়ছে না কেন?


এই পরিস্থিতিতে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে যখন শরণার্থীদের চাপ বাড়ছে, যখন শরণার্থীদের ভিড়ে মিশে গিয়ে জঙ্গিদেরও এ দেশে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশিদের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে যাওয়াটা যথেষ্ট উদ্বেগ ও চিন্তার।                                                     


জাল পাসপোর্ট চক্রের সঙ্গে পোস্ট অফিসের অস্থায়ী কর্মীদের একাংশ যুক্ত থাকায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা যেমন প্রশ্নের মুখে, তেমনই জাল নথি তৈরি হল কী করে, পুলিশ ভেরিফিকেশেনর সময় কেন জাল নথি ধরা পড়ল না, এইসব প্রশ্ন ওঠায় রাজ্য সরকারের ভূমিকাও আঁতস কাঁচের নিচে। এখন এসব প্রশ্ন ঘিরেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের! বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের জেরে বর্তমানে যখন সীমান্ত এলাকায় ক্রমশ শরণার্থীদের চাপ বাড়ছে, শরণার্থীদের ভিড়ে মিশে বাংলাদেশের জঙ্গিদেরও এদেশে ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে, সেইসময় এই জাল পাসপোর্ট চক্র সামনে আসায় উদ্বেগ যে আরও বড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।  


আরও পড়ুন, নিয়মকে বুড়ো আঙুল, পুলিশকেই হেলমেট পরিয়ে পিছনে বসিয়ে বাইক চালাচ্ছে আসামী! ভিডিও ভাইরাল


অভিযুক্ত দীপঙ্করকে গতকাল ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, সরকারি আইনজীবী দাবি করেন, একা দীপঙ্কর দাসের কাছ থেকে জাল পাসপোর্ট, নথি মিলিয়ে প্রায় ৩ হাজার জাল নথি উদ্ধার করা হয়েছে। আশঙ্কাপ্রকাশ করে তিনি বলেন, শুধু কলকাতাতেই যদি এই পরিমাণে জাল নথি থাকে, তাহলে গোটা রাজ্যের কী অবস্থা! অভিযুক্তের আইনজীবীর দাবি, ধৃত একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি এসেবের সঙ্গে কোনওভাবেই জড়িত নন। দু'পক্ষের সওয়াল শুনে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধৃত দীপঙ্কর দাসের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে