নয়া দিল্লি: প্রতিদিনই সোশাল মিডিয়ায় এমন কিছু ঘটনা সামনে আসে যা দেখে রীতিমতো হতচকিত হতে হয়। কিছু ভিডিও দেখে মনে মনে কিংবা জোরে জোরে হেসে উঠি, কোনটি দেখলে আবার ভয়ে শিউরে উঠি, আবার কোনও ভিডিও দেখলে তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এমনই একটি ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা বলছেন এও সম্ভব?
এক্স মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন আসামীকে হাতে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছেন এক পুলিশ। অত্যাশ্চর্যের বিষয়টি হল সেখানে বাইকটি চালাচ্ছে ওই আসামী, পিছনে বসে আছেন পুলিশ। এদিকে পুলিশের মাথায় হেলমেট থাকলেও বাইক চালক আসামীর মাথায় নেই হেলমেটও! এমন দৃশ্যটি বন্দি করেছেন পাশ দিয়ে যাওয়া এক গাড়ির আরোহী।
ভিডিওর দৈর্ঘ্য খুব স্বল্প সময়ের। সেখানে দেখা যাচ্ছে যে একটি ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে ওই বাইক। বাইক চালকের হাতে বাধা দড়িটি ধরে রয়েছে বাইকের পিছনে বসা পুলিশ। তবে রাস্তা যাতে এদিক ওদিক না করে সেই কারণে ওই দড়ি ধরে টান দিয়ে 'আইনের শাসন' বুঝিয়ে চলেছেন আইনের রক্ষক।
ভিডিওটি পোস্ট করার কিছু সময় পরই মুহূর্তে ছড়িয়ে পরে সোশাল মিডিয়ায়। এমন দৃশ্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরি এলাকায়। জানা যাচ্ছে শীতের হাত থেকে বাঁচতে এই কাজ করেছেন পুলিশকর্মী। উত্তরপ্রদেশে এখন একাধিক জেলায় শৈত্যপ্রবাহ চলছে। এর মধ্যে বাইক চালিয়ে যাওয়া রীতিমতো দুঃসাহসিক কাজ। ঠান্ডায় তাই নিজে বাইক না চালিয়ে আসামীকে দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।
আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ঝুলে রিলস বানানোর কেরামতি! মহিলার সঙ্গে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা!
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আসামী এবং পুলিশকর্মীর পরিচয় এখনও জানা যায়নি। কী অপরাধে অভিযুক্ত ওই আসামী তাও জানা যায়নি।
তবে মইনপুরির পুলিশ এই গোটা বিষয়টি স্বীকার করেছে। ওই ভিডিওর নিচেই তাঁদের এক্স হ্যান্ডেল থেকে কমেন্টে বলা হয় 'এই ঘটনায় যুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে