কলকাতা: নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে সামনে এল এবার চাঞ্চল্যকর তথ্য (Bangladesh MP Anwarul Azim Murdered in Kolkata)। এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদে উঠে আসছে নতুন তথ্য ।আজ ফের ক্যাব ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। ক্যাব ড্রাইভারের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, দাবি পুলিশ সূত্রের (Police Source)।


'ট্রলিতে বাংলাদেশের সাংসদের দেহাংশ ছিল বলেই অনুমান পুলিশের'


সূত্র মারফৎ খবর, ওই ক্যাব চালককে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বেশ কিছু অবাক করা তথ্য। '৩০ এপ্রিল থেকে ভাড়া নেওয়া হয় একটি গাড়ি। ওই গাড়িতেই ১৩ মে বরানগর থেকে নিউটাউনে যান বাংলাদেশের সাংসদ। সঙ্গে ছিলেন ২ জন পুরুষ ও এক মহিলা। ১৪ মে ওই গাড়িতেই একটি ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যান ৩ জন। যদিও সেই সময় দেখা যায়নি বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমকে। বিকেলে ট্রলি সহ নিউটাউনের একটি মলের সামনে নেমে যান ৩ জন। তার আগে বেশ কিছুক্ষণ নজরুল তীর্থের সামনে দাঁড়িয়ে ছিল গাড়িটি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গাড়িটিকে। ট্রলিতে বাংলাদেশের সাংসদের দেহাংশ ছিল বলেই অনুমান পুলিশের। ১৪ তারিখ রাতেই বাংলাদেশে চলে যান আততায়ীরা। 


আরও পড়ুন, 'হত্যাকাণ্ড ঘটিয়েছে TMC..', নন্দীগ্রামে BJP সমর্থক খুনে শুভেন্দুর নিশানায় ' ভাইপো' 


কোথায় গেল সাংসদের দেহ? কোথায় খুনে ব্য়বহৃত অস্ত্র?


এপার বাংলায় খুন ওপার বাংলার সাংসদ? কোথায় গেল সাংসদের দেহ? কোথায় খুনে ব্য়বহৃত অস্ত্র? বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের দেহ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় মিলছে না এইসব প্রশ্নের উত্তর। সাংসদের দেহের খোঁজে চলছে তল্লাশি। এরই মধ্য়ে এই ঘটনায়। জুবের নামে এক ব্য়ক্তিকে আটক করল CID। আনোয়ার-উল-আজিমের পরিবারের তরফে দায়ের করা FIR-এ নাম ছিল এই ব্য়ক্তির। ঘটনার দিন তিনি নিউটাউনের ফ্ল্যাটে ছিলেন বলে রাজ্য় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি। পাশাপাশি ঘটনায় CID-র স্ক্যানারে এক অ্য়াপ ক্য়াবচালকও। বৃহস্পতিবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)