সৌমিত্র রায়, কলকাতা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসম ভবনের তরফে জানান হয়েছে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপটি। ষষ্ঠ দফার ভোটের আগে ও ভোটের দিনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে।  


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, শনিবার অর্থাৎ ২৫ তারিখ পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া কেন্দ্রে ভোট। সেদিনের ভোট বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে বলে পূর্বাভাস। বিশেষত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ভোট বেশি বিঘ্নিত হওয়ার আশঙ্কা। 


হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে। আজ বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। কাল শুক্রবার সকাল থেকে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। সতর্কবার্তায় এও বলা হয়েছে কাল থেকেই সমুদ্র উত্তাল হবে। ঢেউয়ের উচ্চতা বাড়বে। আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।


পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও কাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বা মাঝরী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে। এর মধ্যে কাল শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। ফলে ভোটের আগের দিনের প্রস্তুতি পর্বেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে।  


আরও পড়ুন, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের ঘটনায় নতুন মোড়! মিশনের মহারাজের নামেই FIR অভিযুক্তের


পরশু শনিবার ২৫ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের জেলায়। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে শনিবার ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । উত্তর ২৪ পরগনা জেলায় সেদিন ৮০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ৩ জেলাতেই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 


শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। ২৬ তারিখ রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিন জেলাতে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বা তার বেশি গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। রবিবার কলকাতা সহ  দক্ষিণবঙ্গের মোট ৯ টি জেলায়  বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া তে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে।


অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিও শুক্রবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পং বিক্ষিপ্তভাবে বৃষ্টি। শনিবার বৃষ্টি বাড়বে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে