পূর্ব মেদিনীপুর: বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকেই। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন(Digha Jagannath Temple Inauguration) ঘোষণার পর বাংলাদেশ ইস্যুতে (Bangladesh Violence) কেন্দ্রকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'এগুলি করা উচিত নয়। এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। তাঁদের তো নিজেদের সরকার আছে, তাঁরা তো নিজেদের সরকারের কাছে জিজ্ঞেস করতে পারে, কোনটা করা উচিত এবং কোনটা নয় ? যাদের বিরোধীতা করার সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসকদল, তাঁরা যদি নিজেদের রাজনীতি করবার জন্য,...প্রধানমন্ত্রীর যেটা দায়িত্ব সেটা তাঁরা পালন করছে...বলুন আইনটা নিজেদের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। '
অপরদিকে, এদিন দিঘা সফরে এসে জগন্নাথ মন্দির নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'পুরীর সঙ্গে আমরা নিশ্চয় তুলনা করব না। কারণ ওদেরটা ওদের মতো। আমাদেরটা আমাদের মত। ওদেরটা রাজ-রাজারা করেছেন দীর্ঘদিন আগে। আমাদেরটা আমরা সরকারের তরফ থেকে করছি।জায়গাটা এখানে অনেক বেশি আছে এখানে। প্রায় ২০ একর জমি আছে। ২০ একর জায়গায় তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির।'
আরও পড়ুন,নন্দীগ্রামে TMC-র বুথ সভাপতির ভাই 'খুনে' গ্রেফতার ৩ BJP কর্মী ! শুভেন্দুর মুখে কেন 'ধনঞ্জয়ের' নাম ?
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে তেমনি প্যাঁড়া, গজা, গুজিয়া পাওয়া যাবে। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির। মন্দিরের প্রবেশদ্বারে থাকবে চৈতন্যদেবের মূর্তি। উদ্বোধনের ৪৮ ঘণ্টা আগে শুরু হবে পুজো। জগন্নাথ দেবের কাঠ ও পাথরের ২ মূর্তিই থাকবে। উদ্বোধনের দিন কিছু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হবে। সোজা রথের দিন আমি দিঘায় আসব। মন্দিরের আশপাশে সনাতন ধর্মের লোকজন ব্যবসা করবেন। দিঘায় জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে থাকবে ইসকন। ২৫০ কোটি টাকায় দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।