West Bengal News Live: অভীকের প্রত্যাবর্তন, প্রতিবাদে ৬ ডিসেম্বর স্বাস্থ্য ভবন অভিযানের ডাক
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
CID-তে রদবদলের পর সুকান্তর নিশানায় মুখ্যমন্ত্রী । তিনিই একমেবাদ্বিতীয়ম। দল এবং সরকারে তাঁরই 'নিরঙ্কুশ নিয়ন্ত্রণ'। বুধবার, CID-তে রদবদলের পর মুখ্যমন্ত্রী কি ফের একবার বুঝিয়ে দিলেন, দল হোক বা সরকার, শাসন ক্ষমতার ভরকেন্দ্র নবান্নই?
অর্পিতা-মানিকের জামিনের তুলনা টেনে মুক্তি পাওয়ার মরিয়া চেষ্টায় পার্থ। অন্যদের তুলনা টেনে জামিনের সওয়াল, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ
অভীকের প্রত্যাবর্তন, প্রতিবাদে ৬ ডিসেম্বর স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। কীভাবে থ্রেট কালচারে অভিযুক্তের কাউন্সিলে প্রত্যাবর্তন?'স্বাস্থ্য ভবনের তদন্তে দোষী সাব্যস্ত অভীক দে', মেডিক্যাল কাউন্সিলে থেকে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক।
স্বাস্থ্যে দুর্নীতির শিকড় কোটাতেও? সিট বিক্রিতে টাকার খেলা? NRI কোটায় কোটি কোটি টাকায় মেডিক্যালের সিট বিক্রি? কোটা-দুর্নীতির তদন্তে অভিযান, ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য
রাজ্য পুলিশের জালে নিষিদ্ধ চিনা রসুন। পুলিশ সূত্রে খবর, চিন থেকে এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরা পথে আসে। কম দামে এই রসুন কিনে বেশি দামে বাজারে বিক্রি করেন বিক্রেতারা। এমনকি এই রসুন স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক ! ইতিমধ্য়েই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা করেছে পুলিশ।
বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! মৌলবাদীদের অকথ্য অত্যাচার। তছনছ হিন্দুদের দোকান-বাড়ি-মন্দির। এই অবস্থায় বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। বাংলাদেশী পণ্য বর্জনের ডাক দিয়ে এদিন ধর্মতলায়, মিছিল করল তাঁরা।
দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনার দিনই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক। দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের । আর জি কর-কাণ্ডে ৪ মাস হতে চললেও এখনও মেলেনি বিচার। শিয়ালদায় অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি
হিন্দু নির্যাতনকে 'গল্প-উপন্যাস' আখ্যা দিয়ে সর্বদল বৈঠকে ইউনূস সরকার! হিন্দু-সুরক্ষার কথা না বলেই অত্যাচারকে 'গল্প-উপন্যাস' বলে দাবি ইউনূস সরকারের। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বিক্ষোভ নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা। হামলা রুখতে নয়, প্রতিবাদের বিরোধিতায় সক্রিয় বাংলাদেশ সরকার। আওয়ামি লিগ ছাড়া ইউনূসের ডাকা সর্বদল বৈঠকে হাজির বাংলাদেশের সব রাজনৈতিক দল।
সান্দাকফু গিয়ে কলকাতার তরুণীর রহস্যমৃত্যু। টুমলিং নামার সময় অসুস্থ, হাসপাতালে ভর্তির পরে মৃত্যু। মৃত দুর্গানগরের তরুণী অঙ্কিতা গুপ্ত
অসুস্থতার জেরে মৃত্যু? না অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ ।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই CID-তে রদবদল । কম গুরুত্বের পদে পাঠানো হল রাজ্য গোয়েন্দা প্রধানকে। সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরণকে।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য় অডিটোরিয়ামে ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
বাংলাদেশ হিন্দুদের উপর হামলা, ডেপুটি হাই কমিশনে সনাতনী সমাজ। বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ
দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ। বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! মৌলবাদীদের অকথ্য অত্যাচার।
বাংলাদেশের সুনামগঞ্জে মৌলবাদীদের তাণ্ডব। তছনছ হিন্দুদের দোকান-বাড়ি-মন্দির। হাত গুটিয়ে সেনা-পুলিশ!
প্রেক্ষাপট
কলকাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জেলের মেয়াদ বাড়তেই একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশের জেলায় জেলায় একের পর এক মন্দির ভাঙচুর। জলপাইগুড়ি লাগোয়া নীলফামারি উপজেলায় হিন্দুদের বাড়ি বেছে নিয়ে হামলা, আগুন। আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে ইউনূস, হবে পদক্ষেপ? আজ কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, কী বার্তা মুখ্যমন্ত্রীর?কলকাতা-সহ রাজ্যের ৭ বেসরকারি মেডিক্যাল কলেজে ED-র হানা।
আরও পড়ুন, সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -