ঢাকা : গত শুক্রবার ঢাকার জনবহুল এলাকায় প্রকাশ্য সভায় গুলিবিদ্ধ হন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তারপর থেকেই জ্বলছে বাংলাদেশ। লাগামছাড়া অশান্তি দিকে দিকে। উত্তেজনা আরও তীব্র হয়, অগাস্টেছাত্র আন্দোলনের অন্যতম মুখ শরিফ উসমান হাদির মৃত্যুর পর থেকে। হাসিনা-বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর চারিদিকে অগ্নিসংযোগ করা চলছে। ঢাকা-সহ বিভিন্ন শহরেও রাতভর তাণ্ডব করেছে ওসমান-পন্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ফের একবার নতুন করে অস্থির পরিস্থিতি বাংলাদেশে। এ আগুন নেভার কোনও লক্ষণই নেই। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। স্থানীয় সূত্রে খবর, রাজধানীর শাহবাগ এলাকা থেকে একদল লোক এসে জোর করে ঢুকে পড়ে কারওয়ানবাজারে প্রথম আলোর অফিসে। সংবাদমাধ্যম অফিসে ঢুকে ভাঙচুর, লুঠপাট চালায় হাদি - অনুগামীরা। শেষ পাওয়া খবর অনুসারে , আগুনে জ্বলছে কার্যালয়, তাদের উদ্ধার করে দমকল। ক্রেনের সাহায্যে কার্যালয়ের উপর থেকে কর্মীদের উদ্ধার করা হয়। ভাঙচুর চালানো হয় বাংলাদেশের বিভিন্ন শহরে আওয়ামি লিগের দফতরগুলিতে। শেষ পাওয়া খবর অনুসারে, দফতরে থাকা সাংবাদিক ও কর্মীরা কোনওক্রমে প্রাণে বেঁচেছেন। তার আগেই বাংলাদেশের বহুল প্রচারিত সংবাদপত্র ডেইলি স্টারের অফিসেও অগ্নিসংযোগ করা হয়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে সংবাদমাধ্যমের দফতর।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা নাগাদ, সংবাদপত্রের অফিসের ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় অফিসের একতলায়। দ্রুত সেই আগুন ছড়ায় ওপরের দিকে। বিল্ডিংয়ের সামনে কাতারে কাতারে ভিড়ের জেরে বেশ কিছুটা দেরিতে আসে দমকল বাহিনী। প্রাণ বাঁচাতে অফিসের ছাদে আশ্রয় নেন সাংবাদিকদের একাংশ। হামলার শিকার হন সংবাদপত্রের এক শীর্ষকর্তাও। অবশেষে রাত ২টো নাগাদ আসে দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। এই অশান্তির আবহে, দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্টায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।
দিকে দিকে ফের ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে একদল। ভারত - বিরোধী স্লোগান তোলা হচ্ছে দিকে দিকে। কট্টরপন্থীরা বৃহস্পতিবার রাতেই ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে ইটপাটকেল ছোড়ে। বাংলাদেশে এই অশান্তির দিকে নজর রাখছে ভারত। শুক্রবার সিঙ্গাপুর থেকে দুপুর ৩টে ৫০ মিনিটে ওসমান হাদির দেহ আনা হবে শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।