ঝিলম করঞ্জাই, কলকাতা: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ বিরোধী আন্দোলনে রণক্ষেত্র বাংলাদেশ। দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামলাতে চলছে সেনার টহলদারি। পড়শি দেশে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বাতিল করা হয়েছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। এদিকে, এপার বাংলায় চিকিৎসা করাতে এসে বিপদে পড়েছেন ওপার বাংলার বাসিন্দারা। দেশে আত্মীয়-পরিজনের খবর পাচ্ছেন না।
কারও ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, কারও আবার টাকা ফুরিয়ে এসেছে। EM বাইপাস লাগোয়া পঞ্চসায়র থানা এলাকায় একাধিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে অনেকেই এখানে ওঠেন। দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
কলকাতায় চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের বাসিন্দা মহঃ আব্দুল রশিদ। দেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে, এমনটাই জানালেন। তাঁর কথায়, "এখানে হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে। কাজ শেষ হয়েছে ঠিকই তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব চিন্তায় আছি। ওখানে ছেলে-মেয়ে রয়েছে, কী অবস্থা, কী পরিস্থিতি কিছু বুঝতে পারছি না। নেট কানেকশনও নেই ওখানে, ফোনও লাগছে না। চিন্তা হচ্ছে। আজই বর্ডারে চলে যাব, যদি ফেরত যেতে না পারি ওখানেই কোথাও থেকে যাব।"
আরও পড়ুন, সংরক্ষণ-বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ, পড়শি দেশ নিয়ে এবার বড় বার্তা ভারতের
এদিকে, চিন্তায় পড়েছেন বাংলাদেশ, খুলনা থেকে আসা মনিরুল ইসলাম। তিনি বলেন, 'ওখানে অশান্তি শুরু আগে কলকাতায় এসেছিলাম। এবার ওখানে আর খোঁজ নিতে পারছি না। নেট বন্ধে সমস্যায় পড়েছি। এখন যে কী পরিস্থিতি এখানে বসে বুঝতে পারছি না। কালকেই চলে যাব ভাবছিলাম। কিন্তু কীভাবে যাব সেটাই ভাবছি। যদি মাঝরাস্তায় হরতাল ডাকে, আটকা পড়ে যাব। ভিসার সময় কমে আসছে। দেশে কারও সঙ্গেই কথা বলা সম্ভব হচ্ছে না।'
কলকাতায় চিকিৎসা করাতে এসেছেন সীমিত অর্থ নিয়ে। তখনও জানতেন না পরিস্থিতি এমনটা হবে। এদিকে বাংলাদেশে ফেরাটাও এখন সমস্যার। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন মিসেস রুপিয়া। তিনি বলেন, 'ছেলে মেয়ে স্বামীকে নিয়ে এসেছিলাম চিকিৎসা করাতে। এবার ফেরাটা অনিশ্চিত হয়ে গেল। এদিকে টাকাও ফুরিয়ে আসছে কী খাব , কোথায় যাব এবার সেই নিয়েই চিন্তা হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে