ঢাকা: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও ৪ জনকে গ্রেফতার করা হল। এর ফলে চিন্ময়কৃষ্ণ দাস-সহ গ্রেফতারি বেড়ে হল মোট ৫ জন। এদিকে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল বহু ইসকন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হল না ইসকনের সদস্যদের। যা নিয়ে নতুন করে তৈরি হল অপ্রীতিকর পরিস্থিতি।
হাতে রয়েছে বৈধ পাসপোর্ট, ভিসা। তাও সরকারের 'আপত্তি'। বিশেষ কোনও উদ্দেশ্যে ভারতে আসছে ওই ভক্তরা এই সন্দেহে সীমান্তেই ইসকন ভক্তদের আটকে দিল বাংলাদেশ পুলিশ। সূত্রের খবর, বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে শনিবার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসকন ভক্তরা এসে পৌঁছন। কিন্তু সেখানেই আটকে দেওয়া হয় তাঁদের। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টারকে বলেন, "আমরা পুলিশের বিশেষ শাখার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাদের অনুমতি না দেওয়ার নির্দেশ পেয়েছি।"
তিনি এও জানিয়েছেন যে বাংলাদেশ কর্তৃপক্ষ ৫৪ জন ইসকন ভক্তদের ভারতে যাওয়ার ক্ষেত্রে ছাড় দেয়নি। শনিবার থেকে সীমান্তে অপেক্ষা করলেও কোনও সুস্পষ্ট কারণ ছাড়াই রবিবার তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ইসকন ভক্তদের তরফে বলা হয়, ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু ইমিগ্রেশন আধিকারিকরা বাধা দেয়। অনুমতি না পাওয়ায় ভারতে যেতে পারা গেল না।
আরও পড়ুন, বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, প্রতিবাদে কলকাতা থেকে জেলায় জেলায় বিক্ষোভ
অন্যদিকে, চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের প্রশ্নে ক্রমাগত চাপ বাড়ছে বাংলাদেশ সরকারের ওপর। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, আতঙ্কে রয়েছেন অনেকেই। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে, মুখে অনেক সাফাই দেওয়া হলেও, পরিস্থিতি যে মোটেই ভাল নয়, তা উঠে আসছে ভারতে আসা বাংলাদেশের নাগরিকদের মুখেই। কিন্তু কবে স্বাভাবিক হবে বাংলাদেশ? আদৌ কি কোনওদিন রেহাই পাবে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে