সৌমিত্র রায়, কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজপথে নামার ডাক দিয়েছেন মোনালিসা মাইতি। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকার আহ্বানে, প্রতিবাদের রূপরেখা ঠিক করতে আজ আলোচনায় বসল বিভিন্ন নাগরিক সংগঠন। শুক্রবার হবে গণকনভেনশন।
একদিকে হিন্দুদের উপর অত্যাচার থামার কোনও লক্ষণ নেই,তার উপর গ্রেফতার করা হচ্ছে একের পর এক সন্ন্যাসীকে এরই প্রতিবাদে এবার পথে নামার ডাক দিয়েছেন, হাওড়ার কদমতলার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। কী হবে সেই প্রতিবাদের রূপরেখা? তা ঠিক করতেই রবিবার তাঁর উদ্যোগে রাণুচ্ছায়া মঞ্চে আলোচনায় বসেছিল বিভিন্ন নাগরিক সংগঠন। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি বলেন, 'আমরা ঠিক করেছিলাম । বাংলাদেশ নিয়ে পথে নামতে চাইছে। আমরা ডাক দিয়েছিলাম, সবাই এসেছিলাম। কলকাতায় এই প্রতিবাদ দরকার।'
এদিনের আলোচনায় ঠিক হয়েছে, ৬ ডিসেম্বর, শুক্রবার কলকাতার কোনও একটি হলে গণকনভেনশনের ডাক দেওয়া হবে। সেখানেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।সেদিনই ঠিক হবে মিছিল না মানববন্ধন, কীসের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মী বুদ্ধদেব ঘোষ বলেন,' শুধু হিন্দু বলে নয়, বিশ্বের কোথাও কোনও জাতির আক্রমণ হলে, তার প্রতিবাদ হওয়া দরকার। এর বীজ বপন হয়েছিল অনেক আগেই।'আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন ঘিরে বেনজির গণ-আন্দোলনের সাক্ষী থেকেছে বাংলা।
সোশাল মিডিয়া পোস্টে স্বাধীনতার মধ্যরাতে রাত দখলের আহ্বান জানিয়েছিলেন রিমঝিম সিংহ। সেই আহ্বানে সাড়া দিয়ে গর্জে উঠেছিল লক্ষ লক্ষ স্বর। সেই আবহে ভাইরাল হয় এক প্রতিবাদী কণ্ঠ, যেখানে অন্যায়ের বিরুদ্ধে ছাত্রীদের পথে নামার আহ্বান জানিয়েছিলেন তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি।
সেসময় ভাইরাল ভিডিও -তে হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতিকে বলতে শোনা গিয়েছিল, 'তোমাদের নিজের গলাটা ছাড়তে হবে, নিজেদের কখনও শোষণযন্ত্রে তুলে ঠকাবে না। তোমার মতো একটা মেয়ে, সেই যাই করুক না কেন, যেই হোক না কেন, তাঁর প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় নামবে।'এই প্রতিবাদী স্বরই এবার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে গর্জে উঠেছে।তাঁর ডাকে সাড়া দিয়েছে বহু মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।