কলকাতা: চরম নৈরাজ্য় শুরু হয়েছে বাংলাদেশে। আবার মাথাচাড়া দিয়েছে মৌলবাদীদের তাণ্ডব। খুন,তাণ্ডব, ভাঙচুর,লুঠপাট, কিছুই যায়নি বাদ। ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করে প্রকাশ্য়ে তাঁর মৃতদেহ জ্বালিয়ে দেয় উন্মত্ত দুষকৃতীরা। এবার বাংলাদেশে হিন্দু যুবক খুনের অভিযোগে গ্রেফতার আরও ৩, ধৃত বেড়ে ১০। এক্স পোস্টে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

Continues below advertisement

আরও পড়ুন, 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক...', তাহেরপুরের সভা থেকে কী পরামর্শ শুভেন্দুর ?

Continues below advertisement

শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য, গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১০

শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য। হামলা হয়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস ও ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরেও। এই আবহে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দিল ভারত। অন্যদিকে ময়মনসিংহে যুবককে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১০। ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুন ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ! 

নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির! নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির! ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথরবৃষ্টির পাশাপাশি চট্টগ্রামেও হামলার মুখে পড়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস!এরপরই রবিবার চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারত। এই পরিস্থিতিতে সিলেটে ভারতের অ্যাসিস্ট্য়ান্ট হাইকমিশন অফিস ও ভিসা সেন্টারেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভিসা সেন্টারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে রবিবার থেকে চট্টগ্রামের অফিসে ভিসা সংক্রান্ত কাজ পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি খতিয়ে দেখে ভিসা সেন্টার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপরেও শুরু হয়েছে অত্যাচার

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপরেও শুরু হয়েছে অত্যাচার। ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করে, প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। অল ইন্ডিয়া ইমাম অ্য়াসোসিয়েশন প্রধান উমর আহমেদ ইলিয়াসি বলেন, মানবতা লজ্জিত। মানবতার হত্যা হয়েছে। যে যুবককে বর্বর ভাবে হত্যা করা হয়েছে, যেভাবে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, খুব দুঃখজনক। আমি বাংলাদেশিদের জিজ্ঞাসা করতে চাই, যাদের সবসময় ভারত সাহায্য করছে, সেই সাহায্য বাংলাদেশ ভুলে গেছে? আমি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্ষদকে আবেদন করব বাংলাদেশের ঘটনায় হস্তক্ষেপ করতে।