নয়াদিল্লি: ট্রেনযাত্রা এখন আরও মহার্ঘ। কারণ ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উৎসবের মরশুমেই ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হল। তবে লোকাল ট্রেনের নয়, দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াল রেল। (Train Fare Hike)
রেলের তরফে জানানো হয়েছে, জেনারেল ক্লাসের টিকিটে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়ায় আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। তবে ২১৫ কিলোমিটারের পর থেকে বেশি ভাড়া গুনতে হবে। প্রতি কিলোমিটারে বাড়তি ১ পয়সা করে দিতে হবে যাত্রীদের। (Train Fare Increase)
এক্সপ্রেস বা মেল ট্রেনের নন-এসি কোচের টিকিটে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ছে। শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি কোচের টিকিটেও প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ছে। অর্থাৎ ৫০০ কিলোমিটার যাত্রা করলে আগের তুলনায় ১০ টাকা বেশি দিয়ে টিকিট কিনতে হবে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন হারে ভাড়া কার্যকর হতে চলেছে।
রেলের তরফে জানানো হয়েছে, গত এক দশকে রেলের নেটওয়র্ক যেমন বিস্তৃত হয়েছে, তেমনই পরিষেবাতেও উন্নতি ঘটেছে। রেলে কর্মীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। নতুন হারে ভাড়া কার্যকর হলে বছরে ৬০০ কোটি টাকা আয় বাড়বে রেলের।
ভারতীয় রেল জানিয়েছে, কর্মী রাখতে গিয়ে তাদের খরচ বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার তোটি টাকা। পেনশন বাবদ আরও ৬০ হাজার কোটি যাচ্ছে। সব মিলিয়ে পরিষেবা খাতে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে ২০২৪-'২৫ অর্থবর্ষে। সবদিক সামাল দিতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। পাশাপাশি, জায়গা বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে।
এর আগে, চলতি বছরের জুলাই মাসেই ভাড়া বাড়িয়েছিল রেল। নন-এয়ার কন্ডিশনড কোচের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বাড়ানো হয় সেই সময়। এসি কামরার বাড়া বাড়ে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে।
২০২০ সালের ১ জানুয়ারি সাধারণ ট্রেন, মেল ও এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম বাড়ানো হয় যথাক্রমে ১ ও ২ পয়সা প্রতি কিলোমিটারে। স্লিপার ক্লাস এবং এসি কামরায় টিকিটের দাম বাড়ে যথাক্রমে ২ ও ৪ পয়সা প্রতি কিলোমিটারের নিরিখে।
ট্রেনযাত্রাকে আরও নিরাপদ করে তোলার পাশাপাশি, পরিষেবায় ঘাটনা না রাখাই লক্ষ্য় বলে জানিয়েছে ভারতীয় রেল। পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম পণ্য বহনকারী রেল ব্যবস্থা যে ভারতেই রয়েছে, তাও জানানো হয়েছে। আসন্ন উৎসবের মরশুমে ১২ হাজার ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল।