কলকাতা: বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনার প্রতিবাদে শিয়ালদা স্টেশনে সনাতনীদের বিক্ষোভ। বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিস দিকে এগিয়ে চলেছে সনাতনীদের মিছিল। বেকবাগান পর্যন্ত মিছিল যাওয়ার পর, তা আটকানো হবে, খবর পুলিশ সূত্রে।
অপরদিকে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদ চলছে পুরীতেও। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিল বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের। গত ২৩ ডিসেম্বর বাংলাদেশে হিন্দু যুবককে খুনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে অভিযান করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। তাদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় বেকবাগান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
প্রসঙ্গত, বাংলাদেশে ফের পিটিয়ে খুন করা হল হিন্দু যুবককে! রাজবাড়িতে তোলাবাজির অভিযোগে মারধর করা হয় অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে। ঘটনাস্থলেই তার মৃত্য়ু হয়। অন্যদিকে বুধবার ঢাকায় বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন BNP-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর খালেদা পুত্র দেশে ফেরার আগেই নতুন করে উত্তেজনা ছড়াল। ফের রক্ত ঝরল! ফের পিটিয়ে খুন করা হল এক হিন্দু যুবককে!ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু দাসের খুন ঘিরে চাপানউতোরের আবহেই রাজবাড়িতে খুন হলেন ২৯ বছরের অমৃত মণ্ডল ওরফে সম্রাট। বাংলাদেশ পুলিশ সূত্রে দাবি, হোসেনডাঙা পুরাতন বাজার এলাকায় এক ব্যক্তির থেকে তোলা দাবি করেন সম্রাট। অভিযোগ, রাজি না হওয়ায় দলবল নিয়ে গিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। সেইসময়ই আশেপাশের লোকজন ছুটে আসে। সম্রাটকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্য়ু হয়। অন্যদিকে বুধবার মগবাজারে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্য়ু হয় ২১ বছরের এক যুবকের। মগবাজার মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। আশেপাশে রয়েছে দুটি স্কুল, একটি চার্চ। সামনের ফুটপাথে পরপর চায়ের দোকান।দিনভর এই এলাকায় ভিড় লেগেই থাকে।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধেয় এখানকারই একটি দোকানে চা খেতে গিয়েছিলেন সিয়াম মজুমদার। তখনই ফ্লাইওভার থেকে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিস্ফোরণে মৃত্য়ু হয় ওই যুবকের। মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামে হিনদুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেন তসলিমা নাসরিন। কারা কী উদ্দেশে আগুন লাগাল? অভিযুক্তদের হদিশ পেতে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।