নয়াদিল্লি: নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশে,আতঙ্কে বেনাপোল সীমান্ত পেরিয়ো পেট্রাপোল দিয়ে ভারতে চলে আসছেন বহু মানুষ। এই হেন পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা শেখ হাসিনার।
আরও পড়ুন, বাংলাদেশের নাগরিক দিদি-জামাইবাবুর নামে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ ! বিতর্কে হাবড়ার BLO
'এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কাঁদে না ?'
অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, হাদির জন্য কান্নাকাটি, হাদিও তো....এর সঙ্গেই জড়িত ছিল। ..পুলিশের উপর হামলা, সেনাবাহিনী, তাঁরা তো দায়িত্বপালন করতে যাচ্ছে। ..গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি, আমার নেতা-কর্মীদের হত্যা করল। সে বিচার তো হচ্ছে না। দীপুচাঁদ দাসকে যে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়ে, দোষটা কী ছিল ? কী অপরাধ ছিল তাঁর ? সে সাধারণ। গরীবের ছেলে। ...আমি আছি আপনাদের সাথে।এই এত মানুষের লাশ এবং এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কাঁদে না ?! ..প্রার্থী নেতাদের দ্বন্দ্ব, সেখানে আওয়ামি লিগের কী ? .. সব মারে তাঁরা। যারা মারে , তাঁদের দেয় দায়মুক্তি, পুরস্কৃত করে। আর সব দোষ হল আওয়ামী লিগের। মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে। কিন্তু সত্যের জয় হবেই হবে। সবাই ধৈয্য ধরুন। সত্যের জয় হবে। '
বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য
শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য। হামলা হয়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস ও ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরেও। এই আবহে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দিল ভারত। অন্যদিকে ময়মনসিংহে যুবককে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১০। ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুন ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ।
নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির!
নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির! ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথরবৃষ্টির পাশাপাশি চট্টগ্রামেও হামলার মুখে পড়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস!এরপরই রবিবার চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারত। এই পরিস্থিতিতে সিলেটে ভারতের অ্যাসিস্ট্য়ান্ট হাইকমিশন অফিস ও ভিসা সেন্টারেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভিসা সেন্টারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে রবিবার থেকে চট্টগ্রামের অফিসে ভিসা সংক্রান্ত কাজ পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি খতিয়ে দেখে ভিসা সেন্টার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।