কলকাতা: ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিক্ষোভ দেখাবে বলে দাবি জানিয়েছে বিজেপি। হিন্দু সন্ন্যাসীর মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে, ভারত সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বঙ্গবিজেপি। এবার শাসকদলের হয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতার পথে উন্নতি করেছিল।' পাকিস্তানের মতো অন্ধকারে চলে পারে বাংলাদেশ, আশঙ্কা ফিরহাদের।
এদিন তিনি বলেন, বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। বাংলাদেশ আমাদেরই মতোন। তাঁরা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। বাংলাদেশে এর আগে যে সরকার ছিল, ধর্ম নিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতো অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে। এটা অত্যন্ত দুঃখ্যের। এবং এখন যা হচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্র নীতি (Foreign Police) নিয়ে আমরা কথা বলি না। সাধারণত এটা নিয়ে ভারত সরকার বলে। আমাদের অত্যন্ত কষ্ট হয়, যখন দেখি যে, ওখানকার মানুষ সাফার করছে।'
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির প্রতিবাদে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর-দফায় দফায় চলল বিক্ষোভ-অবরোধ। সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ ও সন্ন্যাসীকে গ্রেফতারির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। মহম্মদ ইউনূসের সরকারের আমলে বাংলাদেশের চূড়ান্ত টালমাটা পরিস্থিতি। চলছে অরাজকতা। শেষ নেই হানাহানির। আর এরই মধ্যে,ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল হল বাংলাদেশ। প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে।
আরও পড়ুন, ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের আশঙ্কা, এল জরুরি আপডেট
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করে।এরই মধ্যেই সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ।তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।