পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আর পি এফ এর তৎপরতায় প্রাণে বাঁচলেন ৬৮ বছরের এক বৃদ্ধা ও তাঁর ছেলে। গতকাল সন্ধেয় জয়নগর পুরী এক্সপ্রেসে চাপার সময় আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক বৃদ্ধা ও তাঁর ছেলে। দুজনেরই শরীর ঢুকে যায় চলন্ত ট্রেন ও প্লাটফর্মের মাঝের ফাঁকা অংশে। বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে ছুটে যান প্লাটফর্মে আর পি এফ এর  কর্তব্যরত মহিলা কনস্টেবল কে তেজা। ওই মহিলা কনস্টেবল অতি তৎপরতার সঙ্গে বৃদ্ধা ও তাঁর ছেলেকে টেনে তুলে তাঁদের প্রাণ বাঁচান। পরে ট্রেনটির গার্ডের সাথে যোগাযোগ করে ট্রেন থামিয়ে ওই ট্রেনেই ফের বৃদ্ধা ও তাঁর ছেলেকে তুলে দেন আর পি এফ এর ওই মহিলা কনস্টেবল। মহিলা কনস্টেবলের এই উদ্যোগের প্রশংসা করেছে রেল কর্তৃপক্ষ।


কিছুদিন আগে ব্যান্ডেলেও এমন ঘটনার সাক্ষী ছিল সবাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল ঘটনার দিন ভোর পাঁচটা দশে ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ডাউন ব্যান্ডেল - হাওড়া লোকাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নির্দিষ্ট সময়েই ট্রেন ছাড়ে। কিন্তু ট্রেন ছাড়তেই দেখা যায় দুই মহিলা যাত্রী দৌড়ে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। দুই মহিলা যাত্রীরই বয়স পঞ্চাশের কাছাকাছি। একেবারে ভোরের ট্রেন হওয়ায় সেই সময় ট্রেনেও যাত্রী কম ছিল। প্ল্যাটফর্মেও হাতে গোনা কয়েকজন যাত্রী ছিলেন। তাঁরা জানাচ্ছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে টাল সামলাতে পারেননি ওই দুই মহিলা যাত্রী। আর তারপরই টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তাঁদের। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ফেলেন। কিন্তু তারপর দেখা যায় ট্রেনের দরজার লোহার রড ধরে তাঁরা চলন্ত ট্রেনের সঙ্গে এগিয়ে চলেছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা এবং প্ল্যাটফর্মে থাকা গুটিকয়েক যাত্রী।


আরও পড়ুন: ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, দাবি জানিয়ে বিক্ষোভ লাভপুরে