প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া : উৎসবের আলো মিলিয়ে যাওয়ার আগেই শোকের নিকষ কালো অন্ধকার। দ্বাদশীর দিনে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁকুড়ার বাসিন্দার (Bankura accident)। স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়ক দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা এক পিক আপ ভ্যান পিষে দেয় শান্ত ভুঁইকে (৪৪)। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যেতে থাকে রাস্তা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়ে দেন, মারা গিয়েছেন ওই সাইকেল আরোহী।


মৃত্যুর খবর এসে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয়রা জাতীয় সড়কে অবরোধ শুরু করেন। অভিযোগ তোলেন, নজরদারির অভাবে বেপরোয়া গতিতে ছুটে চলা গাড়ির জেরে বাড়ছে দুর্ঘটনার বহর। তারই মাশুল প্রাণ খুইয়ে দিতে হল ডাংমেজিয়া গ্রামের শান্তকে। পাশাপাশি ওঠে, মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেজিয়া ব্লকের ডাংমেজিয়া গ্রামের বাসিন্দা শান্ত ভুঁই সাইকেল নিয়ে বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেজিয়া থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়ক ধরে ছুটে চলা বেপরোয়া গতির একটি পিক আপ ভ্যান পিছন থেকে  এসে ধাক্কা মারে সাইকেল আরোহীকে। প্রবল আঘাতে সাইকেল সমেত জাতীয় সড়কে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন সাইকেল আরোহী।


দুর্ঘটনার পরই যে তিনি মারাত্মক চোট পেয়েছেন, সেটা ঘটনাস্থলে ছুটে এসে বুঝতে পারেন স্থানীয়রা। রাস্তা রক্তে ভেসে যেতে দেখেন তাঁরা। অচৈতন্য অবস্থায় পড়ে থাকা শান্ত ভুইঁকে উদ্ধার করে দ্রুত পাঠানো হয় অমরকানন গ্রামীণ হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা বেশ কিছুটা সময় ধরে পরীক্ষার পর জানিয়ে দেন, দুর্ঘটনার কবলে পড়া সাইকেল আরোহীর দেহে আর প্রাণ নেই।


বেপরোয়া গতিতে ছুটে চলা গাড়ির দিকে প্রশাসনের নজরদারি নেই, এই অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়ে বেশ কিছুটা সময় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। নজরদারি বাড়ানোর পাশাপাশি মৃতের পরিবাররে প্রয়োজনীয় ক্ষতিপূরণের অর্থ সাহায্যের দাবিও তোলা হয় তাঁদের তরফে। 


প্রসঙ্গত, একাদশীর রাতে ইছামতীতে প্রতিমা বিসর্জন দেখে ফেরার পথে উত্তর ২৪ পরনগার স্বরূপনগরে বেপরোয়া গতির বলি হয়েছে বাইক আরোহী ৩ তরুণ। রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। ১৮, ২০ ও ২৩ বছরের ৩ তরুণ বাদুড়িয়ার আটুরিয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। লাইটপোস্টে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনজন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


আরও পড়ুন- '৪২ বছর আগের তথ্য চাইছে, তখন তো অভিষেক জন্মায়নি' মমতা