প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া:  টানা চার দিন ধরে নিখোঁজ ছিলেন। শেষে কুয়োর মধ্যে মিলল মৃতদেহ (Deadbody Recovered)। বাঁকুড়ায় (Bankura News) কারখানা শ্রমিকের মৃত্যুতে রহস্য। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে বলে দাবি তাঁদের। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


বাঁকুড়ার বড়জোড়া থানার (Barjora News) অন্তর্গত শুশুনিয়া গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম শরৎ ঘোষ। পেশায় বেসরকার কারখানার কর্মী (Factory Worker) ছিলেন তিনি। গত ১৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন শরৎ। কোথাও খোঁজ না পেয়ে বড়জোড়া থানায় তিনি নিখোঁজ বলে ডায়েরিও করে পরিবার।


সেই অনুযায়ী তদন্ত শুরু করে বড়জোড়া থানার পুলিশ। ফোনের টাওয়ার ধরে তাঁর অবস্থান জানার চেষ্টা শুরু হয়। শেষ মেশ শুক্রবার একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে থেকে শরতের মৃতদেহ উদ্ধার করা হয়। দোলের দিন এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


আরও পড়ুন: Kolkata News: বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে অশান্তি, চলল গুলি, দোলের দিন রিজেন্ট পার্কে মৃত্যু ব্য়বসায়ীর


পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে শরৎকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে তারা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ দিন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ছেলেটির বাবা আমাকে তার নিঁখোজ হয়ে যাওয়ার কথা জানালে, স্থানীয় থানাকে জানিয়ে তার খোঁজ-খবরের ব্যাবস্থা করা হয়।  ঘটনাটি খুবই দুঃখজনক। কড়া শাস্তি হোক। এই খুনের নেপথ্যে পারিবারিক সম্পত্তির বিবাদ নাকি ব্যক্তিগত শত্রুতা, গোটা বিষয়টি খতিয়ে দেখছে বড়জোড়া থানার পুলিশ।”