শ্রীনগর : 'একাধিক মিথ্যা তথ্য দেখানো হয়েছে কাশ্মীর ফাইলস ছবিতে', ঠিক এই ভাষাতেই পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Ranjan Agnihotri)  সিনেমার বিরুদ্ধে সরব হলেন ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। সম্প্রতি গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সিনে দুনিয়ার তারকা অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ১৯৯০ সালে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে তৈরি সিনেমাটিকে। বক্স অফিসেও তা নিত্য-নতুন রেকর্ড গড়ছে। কিন্তু সিনেমার বিষয়বস্তু ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদও। এর মাঝেই সিনেমাটিতে 'মিথ্যা তথ্য' রয়েছে বলে গুরুতর অভিযোগ আনলেন ওমর আবদুল্লাহ।


ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, 'কাশ্মীর ফাইলস ছবিটিতে অনেক মিথ্যা তথ্য দেখানো হয়েছে। যে সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি ফারুক আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন না। বরং সেই সময় জারি ছিল রাজ্যপালের শাসন। বিজেপির সমর্থনে দেশে তখন ছিল ভিপি সিংহের সরকার।' স্বাভাবিকভাবেই ওমর আবদুল্লাহের বক্তব্যের পর শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।






ইতিমধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলি কর মুক্ত করে দিয়েছে ছবিটি। কয়েকটি রাজ্যে ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে সিনেমাটি দেখার জন্য। সিনেমাটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কাশ্মীরের সত্য, যা ছবিতে দেখানো হয়েছে, তা অনেকে আবৃত রাখার চেষ্টা করে গিয়েছেন। এখনও যাঁরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাঁরাই আবার এই ছবি প্রদর্শনের বিরোধিতা করেছে। 


আরও পড়ুন- 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা প্রদান


অন্যদিকে একের পর এক রেকর্ড ভাঙছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূরণের আগেই ১০০ কোটির ক্লাবে (100 Crore Club) প্রবেশ করতে চলেছে এই ছবি। সপ্তম দিনের শেষে এই ছবি বক্স অফিসে মোট ৯৭.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ১১ মার্চে মুক্তি পায় এই ছবিটি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী ও পল্লবী যোশি।