তুহিন অধিকারী, বিষ্ণুপুর(বাঁকুড়া) : বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে ধৃত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পুনরায় ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালত। গতকাল এই নির্দেশ জারি হয়। তাই এবার পুজোয় জেলে বন্দি অবস্থাতেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। একই সঙ্গে শ্যামাপ্রসাদের প্রাক্তন হিসাব রক্ষক রামশঙ্কর মহান্তি এবং পুরসভার প্রাক্তন ওভারশিয়ার দিলীপ গড়াইকেও বিচারক ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।


অন্যদিকে পুরসভার হাইমাস্ট লাইট দুর্নীতির ঘটনায় তোলাবাজির অভিযোগে ধৃত উজ্জ্বল নন্দীর গতকাল জামিন মঞ্জুর করেন বিচারক। 


সরকার পক্ষের আইনজীবী ইন্দ্র নারায়ণ বিশ্বাস বলেন, টেন্ডার দুর্নীতির অভিযোগের ঘটনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ রামশঙ্কর মহান্তি ও দিলীপ গড়াইকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ধৃত উজ্জ্বল নন্দীর জামিন মঞ্জুর হয়।


প্রসঙ্গত, বিষ্ণুপুর পুরসভায় ১০ কোটি টাকা টেন্ডার দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চলতি বছরের ২২ আগস্ট গ্রেফতার হন। পরে শ্যামাপ্রসাদের প্রাক্তন হিসাব রক্ষক রামশঙ্কর মহান্তি এবং পুরসভার প্রাক্তন ওভারশিয়ার দিলীপ গড়াইকে পুলিস গ্রেফতার করে। এই ঘটনার তদন্তে নেমে তিন কেজি সোনা সোনা সহ বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসে আয় বহির্ভূত কোটি কোটি টাকার হদিশ পাওয়া যায়। 


পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরের ৩০ বছরের চেয়ারম্যানের এপর্যন্ত ২২টি জমির দলিল মিলেছে। যার বাজার দর প্রায় ৫ কোটি টাকা। পুলিশ সূত্রে দাবি, যেসব এলাকায় দ্রুত জমির দাম বাড়তে থাকে সেখানেই জমি কিনতেন প্রাক্তন মন্ত্রী। জমিজমার পাশাপাশি, শ্যামাপ্রসাদের সোনাদানা ও ব্যাঙ্ক ব্যালেন্সের পরিমাণও চমকে দেওয়ার মতো।


এছাড়াও নামে ও বেনামে বহু জমির খোঁজ মেলে। পুরসভায় হাইমাস্ট লাইট দুর্নীতির ঘটনায় এক ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে একসময়ের শ্যাম ঘনিষ্ঠ উজ্জ্বল নন্দীকে পুলিস গ্রেফতার করে।