বাঁকুড়া: ফের বিতর্কিত মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 


পঞ্চায়েত ভোটের আগে বারবার বিতর্কিত নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন দলের নেতা-কর্মীদের মুখে। এবার শিরোনামে দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগে দিলীপ ঘোষের মুখে ফের বাঁশপেটা করার হুমকি। বাঁকুড়ায় একটি সভায় বক্তব্য রাখার সময় দিলীপ বলেন, 'ভোট লুঠের চেষ্টা করলে ভাল করে ট্রিটমেন্ট করবেন, যেন হাসপাতাল হয়ে বাড়ি যায়। হাসপাতালের ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন। গরিব মানুষকে ধোকা দিয়ে ভোট লুঠ করতে দেব না।' হুঙ্কার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।


গতকালও আক্রমণ:
গতকালই বাঁকুড়াতে চাঁছাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। বাঁকুড়া শহরে 'চায়ে পে চর্চা' কর্মসূচিতে যোগ দিয়ে তাঁর মন্তব্য ছিল, 'আমরা সমাজের সঙ্গে আছি। 'যারা পিছনে লাগবে আজ হোক বা কাল 'হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে। বাঁচার কোন রাস্তা নেই।' তিনি আরও বলেছিলেন, 'একটা সময় জঙ্গল মহলের মানুষ বাঘ, হাতির সঙ্গে লড়াই করে বেঁচে ছিল। এখন তার চেয়েও ভয়ঙ্কর তৃণমূল।'


সম্প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলা নিয়ে সরগরম শান্তিনিকেতন। সেই বিষয়টি নিয়েও মুখ খুলেছিলেন তিনি।


এর আগেও বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। বাংলায় বিজেপির রাজ্য সভাপতি থাকার সময়েও নানা সময় তাঁর নানা মন্তব্য বিতর্ক তৈরি হয়েছিল। খড়্গপুরে তিনি বলেছিলেন, অমর্ত্য সেন একজন এত বড় মানুষ। সামান্য কয়েক কাঠা জমি বিতর্কে পড়ার কোনও মানে ছিল না। বিশ্ববিদ্যালয় যখন নোটিস দিয়েছে, ছেড়ে দেওয়া উচিত ছিল। তাহলেই কোনও বিতর্ক থাকত না। দু'-চার-কাঠা জমিতে ওঁর কী হবে? ওঁর সম্পদের অভাব নেই। অভাব নেই সম্মানেরও।'


নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচারের অভিযোগে জেরবার দল। একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে দুর্নীতিতে। সেই আবহে, পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Elections 2023) বিরোধীরা লাগাতার বিঁধে চলেছেন তৃণমূলকে (TMC)। তার পরেও আত্মবিশ্বাসের সুর ধরা পড়েছিল দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন তো বটেই, ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও (West Bengal Assembly Elections 2026) বাংলায় আসন বাড়িতে তৃণমূল ফিরবে বলে ঘোষণা করেছিলেন তিনি। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। দিলীপ ঘোষ বলেছিলেন, 'একুশের বিধানসভা ভোটে একডজন সিট হারিয়েছে। এবার যদি আরও এক ডজন হারায়, তাহলে আগে পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক।'

আরও পড়ুন: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে?