পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে (International Mother Language Day ) মাতৃ দিবস (Mother's Day) বলে উল্লেখ করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। রেলের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীর সামনেই বিধায়কের এই মন্তব্য। পরে ভুল সংশোধন না করেই সাফাই দেওয়ার চেষ্টা করেন বিজেপি বিধায়ক। তবে তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়ছে। বিষয়টি সামনে আসতে শুরু হয়েছে সমালোচনা। বাঁকুড়া শিক্ষিত জেলা, লজ্জাজনক ঘটনা বলে কটাক্ষ করেছে তৃণমূল। 


বাঁকুড়া শিক্ষিত জেলা, লজ্জাজনক ঘটনা, কটাক্ষ করেছে তৃণমূল


বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (Niladri Sekhar Dana) এই বিপত্তি বাধিয়েছেন। তিনি বলেন, "কাল মাতৃদিবস গিয়েছে। সেই মাতৃদিবসকে সামনে রেখে সারা বিশ্বের সমস্ত মাতাকে জানাি আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে প্রণাম।"


বলা বাহুল্য, নীলাদ্রিশেখর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাতৃ দিবস বলায় বিতর্ক শুরু হয়েছে। বুধবার বাঁকুড়া স্টেশনে এসক্যালেটরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল রেল। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সামনেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাতৃ দিবস বলেন বাঁকুড়ার নীলাদ্রিশেখর। তাতেই সমালোচনা শুরু হয়েছে। অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও।


আরও পড়ুন: Madhyamik 2023: অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাধ্যতামূলক, কড়া নজরদারিতে আজ শুরু মাধ্যমিক


ভুল বুঝে পরে যদিও সাফাই দিতে দেখা যায় নীলাদ্রিশেখরকে। তিনি বলেন, "বাঙালির ছেলে। বাংলা বলতেই ভালবাসি। কাল মাতৃদিবস গিয়েছে। সেই মাতৃদিবসকে সামনে রেখে সারা বিশ্বের সমস্ত মাতাকে জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে,আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে।"

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সমালোচনার মুখেও নিজের বক্তব্যে অনড় বিজেপি বিধায়ক। সাফাই দিতে টেনে এনেছেন দেশমাতৃকাকে। তাঁর কথায়, "যেহেতু পশ্চিমবঙ্গবাসী, আগে রাজ্য, পরে দেশ...এই দেশমাতার সুকন্যা এই রাজ্য...দু'টো কথা বলতে হলে সেই মাতাকে আগে স্মরণ করব।"


বিজেপি-কে নিশানা করেছে তৃণমূল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাম পাল্টে দেওয়ার অভিযোগ তুলে বিজেপি-কে নিশানা করেছে তৃণমূল। তাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা সহ-সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, "মাতৃ দিবস নয় মাতৃভাষা দিবস উনি সেটুকুও জানেন না...আগে জানুন...বাঁকুড়া শিক্ষিত জেলা...শিক্ষা প্রতিষ্ঠান আছে...লজ্জা লাগে একজন এমএলএ হয়ে কিসের উপর বক্তৃতা করছেন, ধারণা নেই।" বিধায়কের মাতৃ দিবস মন্তব্য নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবিরও। আর এই অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করতে মরিয়া তৃণমূল।