পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: লোকসভা ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক। তৃণমূল ও সিপিএমকে একযোগে নিশানা করার পাশাপাশি মারধরেরও পরামর্শ দিলেন অমরনাথ শাখা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপিকে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কথায়, ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের চার নম্বর বাচ্চা সিপিএম। এই সিপিএমটা বেশি বলছিল। কারণ, এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সায়। ঠ্যাঙাতে গেলে এদেরকে আগে ঠ্যাঙাতে হবে।
লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের হুমকি-হুঁশিয়ারি! এবার সিপিএমকে ঠ্যাঙানোর দাওয়াই দিলেন ওন্দার বিজেপি বিধায়ক! সিপিএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্য়ায় এই প্রসঙ্গে বলছেন, 'কুরুচিকর মন্তব্য রাজনীতিক করতে পারে, এটা বিজেপি তৃণমূলে হয়, এমন অসভ্যতা আমরা শিখিনি'।
শুক্রবার ওন্দার রতনপুরে দলীয় সভায় উপস্থিত ছিলেন অমরনাথ শাখা। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে, সিপিএমের পাশাপাশি তৃণমূলকেও নিশানা করেন তিনি।
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলছেন, 'ভোট হতে দেয়নি, হামলা করেছে, সন্ত্রাস করেছে। পঞ্চায়েতে জেতা আমাদের যে সব সম্মানীয় মেম্বার আছেন, তাদেরকে পঞ্চায়েতে সম্মান দেননি। ভাবছে, সমস্ত সম্পত্তিটাই তাদের বাপের। তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, চব্বিশের লোকসভার পরেই আপনারা কে কোথায় থাকবেন সেটাই হবে আমাদের চিন্তা। আমরা বলে দেব যে, নিজের নিজের মুরগিকে নিজের মতো সাইজ করে আপনারা খেতে শুরু করবেন। কাউকে রেয়াত করবেন না'।
বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস বিধায়ক ও জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা বলেছেন, মুরগির ঠ্যাংয়ের চেয়ে আমাদের শক্তি বেশি...সিপিএম পারেনি বিজেপি পারেনি ইডি-সিবিআই পারেনি। বিধায়কের কথা রুচিসম্মত হয়। পঞ্চায়েত মেম্বারও এ কথা বলে না।
ইতিমধ্যে বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। যদিও নিজের বক্তব্যে অনড় অমরনাথ শাখা। অমরনাথ শাখা আরও বলেছেন, আমরা কী চব্বিশের পরে কোনও কিছু না করে গালে চুমু খেয়ে ছেড়ে দেব নাকি। মারব কোথায় বললাম। যেভাবে গলা কেটে মুরগি খায়, ঠ্যাং কেটে খায় সেভাবে করবে। অসুবিধা কিছু নেই।
অতীতে একাধিকবার মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক অমরনাথ শাখা। আবার কখনও তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি কর্মীদের। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কথায়, কেউ পালিয়ে পার পাবেন না। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমরা আপনাদের হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝব। লোকসভা ভোটের আগে হুমকি-হুঁশিয়ারির সেই ট্র্যাডিশন সমানে চলছে।