শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকে শুরু হল রাজ্য সরকারের 'জনসংযোগ কর্মসূচি'। আজ সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনতে দিনহাটার (Dinhata) বেশ কিছু গ্রামে পৌঁছে যান কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। কথা শোনেন গ্রামবাসীর, বেশ কিছু সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। জেলাশাসককে হাতের কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা বলেন অনেক গ্রামবাসী। দিনহাটার সংহতি ময়দানে আয়োজিত স্বাস্থ্য মেলায় গিয়েছিলেন কোচবিহারের জেলাশাসক। সেখান থেকে তিনি চলে যান বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিশন এলাকায়। স্থানীয় একটি বিদ্যালয়ের জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তিনি সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। খোঁজ নেন তাঁদের সমস্যার। এমনকী আশপাশের বাড়িতে গিয়েও খোঁজ নেন তিনি। 


এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গ্রামে প্রশাসনিক আধিকারিকরা যাবেন এবং সেখানে স্থানীয় মানুষের অভাব অভিযোগ নিয়ে কথা বলবেন। সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি এখান থেকে দুয়ারে সরকারের মতো বেশ কিছু প্রকল্পের সুবিধা নিতে নাম নথিভুক্ত করতে পারবেন উপভোক্তারা। সেরকমই এদিন জেলাশাসক পৌঁছে যান বিভিন্ন জায়গায়।


জেলাশাসককে কাছে পেয়ে অনেকেই তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। কেউ রেশনের সমস্যার কথা তুলে ধরেন, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায়নি বলে অভিযোগ জানান। আবার অনেকেই ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ঘর না পাওয়ার কথা জেলাশাসককে জানান। কেন্দ্র টাকা আটকে দিয়েছে, তাই ১০০ দিনের কাজের টাকা দেওয়া যাচ্ছে না বলে অভিযোগকারীদের জানান জেলাশাসক। পাশাপাশি আবাসনের টাকাও এখনও কেন্দ্র অনুমোদন দেয়নি বলে তা পাওয়া যাচ্ছে না বলে জানান জেলাশাসক।


'২১-র বিধানসভা ভোটের ধাক্কা সামলে শেষবারের পঞ্চায়েত ভোটে কোচবিহার জেলায় ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০৫ টিই দখল করেছে তৃণমূল। ২৩ টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে বিজেপি। ১২ টি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের দখলে। এছাড়া, জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩২টি পেয়েছে তৃণমূল। জয়ের ধারা অব্যাহত রাখতে লোকসভা ভোটের আগে নানা কৌশল নিচ্ছে শাসকদল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন ; স্বাধীনতার পর এই প্রথম বিদ্যুৎ এল কোচবিহারের গ্রামে! আতশবাজি-মিষ্টিমুখে উৎসব পালন