পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পথ দুর্ঘটনায় আহত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) সঙ্গে দেখা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA)। সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কোনও রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে জোর জল্পনা। গতকাল কলকাতায় যাওয়ার পথে, পশ্চিম বর্ধমানের (West Burdwan) পানাগড়ে (Panagarh) দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) গাড়ি। আপাতত বাঁকুড়া সার্কিট হাউসে (Bankura Circuite House) রয়েছেন তিনি।


এ দিন ফুলের তোড়া নিয়ে সায়ন্তিকার (TMC Sayantika Banerjee) সঙ্গে দেখা করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এর আগে মঙ্গলবার তৃণমূলের (TMC) মিছিল থেকে এই বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই চোর স্লোগান দেন সায়ন্তিকা। তার ২ দিনের মধ্যে যুযুধান দুই রাজনৈতিক দলের নেতা-নেত্রীর সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। দু-জনেই এটিকে সৌজন্য বিনিময় বলে দাবি করেছেন। অনেকেই কথা বলতে আসছেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল জেলা নেতৃত্বের। দিবাস্বপ্ন দেখছে শাসকদল। প্রতিক্রিয়া বিজেপির (BJP)। 


বিজেপি বিধায়ককে ‘চোর’ তকমা দিয়ে স্লোগানে আওয়াজ তুলেছিল তৃণমূল (TMC) । মঙ্গলবার বিকেলে এমন ঘটনার সাক্ষী হয়েছিল বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের কানকাটা এলাকায় বিকেল সাড়ে ৪টে থেকে জনসংযোগ যাত্রার ডাক দেয় তৃণমূল। নেতৃত্বে ছিলেন শাসকদলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) । 


বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ডেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA) নীলাদ্রিশেখর দানার বাড়ি। বিজেপি বিধায়কের গাড়ি যখন বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়েছে, সামনে চলে আসে তৃণমূলের মিছিল । বিজেপি বিধায়কের গাড়ি দেখেই মিছিল থেকে স্লোগান ওঠে । 


এই স্লোগান থিতিয়ে যেতেই বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে চোর তকমা দিয়ে স্লোগান তোলা হয়। মিছিলের সামনে থাকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও এই স্লোগান দিতে দেখা যায়। তখনকার মতো বেরিয়ে গেলেও পরে ক্ষোভ উগরে দেন বাঁকুড়ার বিধায়ক।