নয়াদিল্লি : ওমিক্রন-আতঙ্কের মাঝেই দেশে করোনায় একলাফে বাড়ল দৈনিক মৃত্যু। তবে কমেছে দৈনিক সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৪১৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫৯।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৭৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৭৪ হাজার ৭৪৪ জনের।
ইতিমধ্যেই দেশ ১৩১ কোটি ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করেছে।
আরও পড়ুন :
সুস্থ দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তি, আপাতত ৭ দিনের কোয়ারেন্টিনে
রাজ্যের কোভিড আপডেট ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা সংক্রমণ। বৃহস্পতিবারে রাজ্য স্বাস্থ্য দফতের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletine) অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৭৪। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬,২১,৩৭০। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ৭ জনের। গতকাল ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল । সবমিলিয়ে রাজ্যে আজ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৫৭৫।
আরও পড়ুন: