তুহিন অধিকারী , বাঁকুড়া: গার্ডেনরিচে ( Garden Reach Building Collapse ) ধসে মৃত্যুমিছিলের রেশ কাটতে না কাটতে এবার বহুতল নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিল বাঁকুড়ার বিষ্ণুপুরে ( Bankura Bishnupur )। শুক্রবার বিষ্ণুপুর শহরের উকিলপাড়া চিড়াকল সংলগ্ন এলাকায় আচমকাই নির্মীয়মান একটি বহুতল থেকে আছড়ে পড়ে বস্তা ভর্তি ইট। ইটের ঘায়ে গুরুতর জখম হয়েছেন ওই বহুতলে কর্মরত এক শ্রমিক। এরপরই কোনরকম নিরাপত্তা ছাড়াই ওই বহুতল নির্মাণ করা হচ্ছে অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার মানুষ। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের উকিলপাড়া চিড়াকল সংলগ্ন এলাকায় একটি বহুতল নির্মাণের কাজ চালাচ্ছিলেন স্থানীয় এক প্রোমোটার। এই বহুতলের চার তলায় ইট নিয়ে যাওয়ার সময় আচমকাই ইট বোঝাই একটি বস্তা আছড়ে পড়ে বহুতলের পাশে থাকা রাস্তায়। সেসময় রাস্তা দিয়ে পারাপার করা দুই মহিলা অল্পের জন্য প্রাণে বাঁচলেও নির্মাণের কাজে যুক্ত এক শ্রমিক আছড়ে পড়া ইটের ঘায়ে গুরুতর জখম হন।


বৈদ্যনাথ মান্ডি নামের ওই আহত শ্রমিককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁদের দাবি, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না করেই রাস্তার ধারে ওই বহুতল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় প্রোমোটার। নির্মাণের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।


এদিকে এদিন দুর্ঘটনার পরে পরেই এলাকায় যান বিষ্ণুপুর পুরসভার ইঞ্জিনিয়ার। পুরসভার তরফে আপাতত ওই বহুতল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  


রবিবার রাতে শহর কলকাতায় ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ৫ তলার একটি বাড়ি। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বিরাট বিরাট কংক্রিটের নিচে চাপা পড়ে যান বহু মানুষ। বেশ কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও, অনেককেই প্রাণে বাঁচানো যায়নি। শুক্রবার সকাল অবধি ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার হয়েছে দেহ ! চলে গিয়েছে অনন্ত ১১ টি প্রাণ। আর প্রশ্ন উঠেছে, কীভাবে পুর-প্রশাসনের নাকের ডগায় ২ বছর ধরে একের পর এক তলা তুলে ফেলল প্রমোটার ? প্রশ্ন উঠেছে পুরসভা ও স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়েও । এই ঘটনার পর থেকেই একের পর এক বেআইনি নির্মাণের খোঁজ মিলেছে। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার বিষয়ে কড়া হয়েছে আদালতও। তবে এই বেআইনি নির্মাণের বিষয়টি যে শুধুই কলকাতায় হয় না, তাও বোধ হয় ভাবার সময় এসেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে , যে সব নির্মাণ কাজ চলছে বিভিন্ন জায়গায়, সেখানে শ্রমিক ও স্থানীয়দের নিরাপত্তা কতটুকু ?  


আরও পড়ুন :                  


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ