পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, বাঁকুড়া: এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে আরেক বিজেপি বিধায়কের দুয়ারে সিআইডি। চাকদার বিজেপি বিধায়কের পুত্রবধূর পর এবার বাঁকুড়ার (Bankura) বিজেপি (BJP) বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করলেন গোয়েন্দারা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


বিজেপি বিধায়কের ‘দুয়ারে’ রাজ্য পুলিশের CID’র গোয়েন্দারা: AIIMS’এ বেআইনিভাবে নিয়োগের অভিযোগে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর পর এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করল CID।আরও এক বিজেপি বিধায়কের ‘দুয়ারে’ রাজ্য পুলিশের CID’র গোয়েন্দারা। শুক্রবার, আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে। দুপুর একটা নাগাদ, বাঁকুড়া সদর থানার পুলিশকে নিয়ে নীলাদ্রিশেখর দানার বাড়িতে আসেন CID’র গোয়েন্দারা।

প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ভিডিওগ্রাফি করা হয় গোটা প্রক্রিয়া। সূত্রের খবর, কীভাবে এবং কবে চাকরি পেয়েছেন? কত টাকা বেতন পান? চাকরি পাওয়ার জন্য কী কী নথি জমা দিয়েছেন? এই সব বিষয়ে বিজেপি বিধায়কের মেয়ের কাছে জানতে চান CID’র গোয়েন্দারা।


এদিন সকাল থেকেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার ফোন বন্ধ ছিল। তাঁর, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায়, 'সিবিআই যা তদন্ত করছে, করছে, আমরা কী থামাতে পারছি? শুধু বাঁকুড়ার বিধায়ক নন, বঙ্কিম ঘোষের পুত্রবধূও চাকরি পেয়েঠে, এইমসে চাকরি দেওয়ার বিষয়ে দুর্নীতি হয়েছে সন্দেহ নেই। সিআইডি শাস্তি দেবে।)


শুভেন্দু অধিকারীর বক্তব্য: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, কেন্দ্রীয় সরকারের রিক্রুটমেন হয়নি, ওটা কনট্রাকচুয়াল নিয়োগ। একটি সুলভ বলে সংস্থা, তারা আউটসোর্সিং করেছে, এরা জানে না বলে হাত-পা ছুড়ছে। আইনের লড়াইতে আমাদের বিধায়কদের সম্মান রক্ষিত হবে। CID’কে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, কয়লা-গরু-এসএসসি থেকে নজর ঘোরানোর জন্য, সেটা ফেল করবে। সব মিলিয়ে বিজেপি বিধায়কের মেয়েকে সিআইডির জিজ্ঞাসাবাদ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।



আরও পড়ুন: TMC Extortion: অভিষেকের কড়া বার্তাই সার, ২১ জুলাইয়ের নামে জোর করে টাকা আদায়ের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে