প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: দামোদর নদ সংস্কার হচ্ছে, কিন্তু তার জন্য ক্ষতি হচ্ছে গ্রামের রাস্তা। এমনটাই অভিযোগ তুলছেন বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দারা। শুধু তাই নয়, রাস্তা খারাপ হওয়ার অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে বালির গাড়ি আটকে রেখেছেন গ্রামবাসীরা। চালকদের দাবি, তাঁদের কাছে বৈধ কাগজ (Legal Documents) থাকার পরেও গাড়ি আটকে রাখা হচ্ছে। বাঁকুড়ার (Bankura) শালতোড়ার ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বাঁকুড়ার শালতোড়া বাকুলিয়াঘাটে দামোদর (Damodar) নদের সংস্কার করছে প্রশাসন। নদী (River) সংস্কারের জন্য নদী থেকে তোলা হচ্ছে বালি (Sand)। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, দিনভর সেই বালির গাড়ি যাতায়াতের করায় কালীদাসপুর কোলিয়ারি থেকে কালিদাসপুর মোড় পর্যন্ত ৭-৮ কিলোমিটার রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে। গোটা রাস্তা ভেঙে গিয়েছে, খানাখন্দে ভরে যাওয়ায় যাতায়াত করা যচ্ছে না। এরই প্রতিবাদে গত চার দিন ধরে বালির গাড়ি আটকে রেখেছেন গ্রামবাসীরা। রাস্তায় খারাপ হওয়ার বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সমস্যায় চালকরা:
রাস্তা খারাপ (Bad Road Condition) হওয়ায় লরি আটকানোয় তুমুল সমস্যায় পড়েছেন লরি চালকরা। গাড়ি আটকে রাখায় ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি আরও নানা সমস্যায় পড়ছেন তাঁরা। এক লরিচালক মানিক শিকদার বলেন, 'চারদিন ধরে আটকে রেখেছে। ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তাও আটকে রেখেছে।' রাস্তায় আটকে থাকায় খাওয়া-দাওয়া নিয়ে সমস্যাতেও পড়তে হচ্ছে।
কাজের দাবি:
শুধু রাস্তায় খারাপ হওয়া নয়। এই আন্দোলনের পিছনে রয়েছে আরও একটি কারণ। গ্রামবাসীদের একাংশের দাবি, তাঁরা ১০০ দিনের প্রকল্পের কাজ পান না। এদিকে মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। তাঁদের দাবি, মেশিন ব্যবহার করে বালি উত্তোলন না করে তাঁদের কাজের ব্যবস্থা করতে হবে।
প্রশাসনের দাবি:
শালতোড়া ব্লকের বিডিও মানসকুমার গিরি বলেন, 'রাস্তা মেরামতি নিয়ে কথা বলেছি। কিন্তু অন্যান্য দাবি-কর্মসংস্থান এসব সম্ভব নয়।' দ্রুত রাস্তা মেরামতি শুরু হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।
রাজনৈতিক তরজা:
বেআইনিভাবে বালি তোলার অভিযোগ তুলেছেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। শাসক দলের মদতেরই এমন কাজ হচ্ছে বলে তাঁর অভিযোগ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শালতোড়া ব্লক তৃণমূলের সভাপতি সন্তোষ মণ্ডল।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর তৃণমূলের, বাড়িতে-দোকানে তৃণমূল নেতৃত্ব