মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, পার্থপ্রতিম ঘোষ, বাঁকুড়া: সিমলাপাল (Simlapal) থেকে খাতড়া ঢোকার আগে কুড়মিদের (Kurmi) বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাদের দাবিদাওয়ায় অবিলম্বে মান্যতা দেওয়ার দাবিতে বিক্ষোভ। গাড়ি দাঁড় করিয়ে অভিযোগ শুনলেন অভিষেক। পথে এর আগে আরও একবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ে অভিষেকের গাড়ি। গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন অভিষেক। এর আগে সিমলাপালেও (Simlapal) নিজস্ব দাবি-দাওয়া নিয়ে অভিষেকের সঙ্গে দেখা করতে যায় কুড়মিরা। কিন্তু অভিষেক চলে যাওয়ায় সেখানে বিক্ষোভ দেখায় কুড়মিরা (Kurmi)।
দফায় দফায় থমকাল কনভয়: বাঁকুড়ায় কুড়মিদের ক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের জেরে দফায় দফায় থমকাল কনভয়।গাড়ি থেকে নেমে কুড়মিদের অভিযোগ শুনলেন অভিষেক (TMC Abhishek Banerjee)। সেই সঙ্গে নিশানা করলেন বিজেপিকেও। পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর পর এবার কুড়মি আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়তে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আন্দোলনের জেরে বাঁকুড়ার (Bankura) জায়গায় জায়গায় থমকাল তাঁর কনভয় । মঙ্গলবার সিমলাপাল থেকে যে রাস্তা ধরে, অভিষেকের কনভয় খাতরায় আসে, সে রাস্তার বিভিন্ন প্রান্তে জমায়েত করেছিলেন কুড়মিরা। তার জেরে প্রথমে বনকাটি মোড়ে থমকায় অভিষেকের গাড়ি ।
বনকাটি মোড় থেকে ৩ কিলোমিটার দূরে, পুখুড়িয়া মোড়ে ফের বাধার মুখে পড়ে অভিষেকের কনভয়। তবে তাঁর গাড়ি বেরিয়ে গেলেও, আন্দোলনকারীদের ক্ষোভের জেরে কনভয়ের বাকি গাড়িগুলি আটকে পড়ে । কুড়মিরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান প্রায় আধ ঘণ্টা পর, পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। এখান থেকে আবার ৩ কিলোমিটার দূরে, খাতরা থানার জামদায়, কুড়মিদের ক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ।
গাড়ি থেকে নেমে কথা বলেন অভিষেক: এখানে আন্দোলকারীদের সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। এর আগে গত ১৭ মে, একইভাবে শুভেন্দু অধিকারীর কাছে অভাব-অভিযোগ জানিয়েছিলেন কুড়মি আন্দোলনকারীরা। ওই দিনই আবার খড়গপুর টাউনে দিলীপ ঘোষের বাংলোয় চড়াও হন তাঁরা । এবার কুড়মিদের দাবিদাওয়া মেটাতে আশ্বাস দিতে গিয়ে, সেই দিলীপ ঘোষদের নিশানা করলেন অভিষেক। পাল্টা কটাক্ষ এসেছে বিজেপির (BJP) তরফেও। এদিন খাতরাতেই কুড়মিদের একটি অনুষ্ঠানে অংশ নেন অভিষেক (Abhishek Banerjee)। পরে চায়ের দোকানে জনসংযোগ করতেও দেখা যায় তাঁকে ।