পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ (Cylinder Blast)। অল্পের জন্য রক্ষা পেলেন গৃহস্থ। সিলিন্ডারে আগুন লেগে যাওয়ার পর ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ হয়। বাঁকুড়ার ঘটনার সময়ের ভিডিও ভাইরাল।
কীভাবে ঘটে এমন অঘটন?
গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ বাঁকুড়ায় (Bankura)। কিন্তু ভাগ্যক্রমে সেই বিস্ফোরণের আগেই সেই সিলিন্ডারটিকে বাইরে বের করে নিয়ে যান গৃহস্থ। অল্পের জন্য প্রাণ বাঁচে তার।
ঘটনা বাঁকুড়ার ইন্দপুর থানার গুন্নাথ গ্রামের। ওই গ্রামের বসিন্দা রামমোহন চক্রবর্তীর বাড়িতে এদিন গ্যাসের সিলিন্ডারে আচমকা আগুন লেগে যায়। অঘটন টের পেয়ে গ্যাসের সিলিন্ডারটিকে তড়িঘড়ি বাইরের ফাঁকা জায়গায় বের করে দেওয়া হয়। তার ঠিক কিছুক্ষণ পরেই বিকট শব্দে সকলের সামনে ভয়ঙ্করভাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে যায়। উপস্থিত বুদ্ধির জোরে ঘটনায় বড়সড় বিপদের থেকে রক্ষা পেয়েছে ওই পরিবার।
সিলিন্ডার বিস্ফোরণের মুহূর্ত
রাস্তায় পড়ে রয়েছে সিলিন্ডারের অংশ। দাউদাউ করে তাতে আগুন জ্বলছে। নিমেষের মধ্যে চারিদিক কাঁপিয়ে বিকট শব্দে হল বিস্ফোরণ। এরপরই চারিদিকে শোরগোল পড়ে যায়। হুড়োমুড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা। এমনই এক ভিডিও পাওয়া গেছে। ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।
ওই পরিবারের দুপুরের রান্নার পর আচমকাই আগুন লেগে যায় সিলিন্ডারে। পরিবারের লোক তা টের পেতেই গ্যাস সিলিন্ডারটিকে বাড়ির বাইরে ফাঁকা জায়গায় রাখেন। এরপর আগুন জ্বলতে জ্বলতে সকলের সামনেই আচমকা বিস্ফোরণের আওয়াজ হয়। তবে সৌভাগ্যের ব্যাপার কোনও হতাহতের খবর মেলেনি।